নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে ফাইনালে হারের পর ফুটবল অঙ্গনে গুমোট আবহাওয়া বিরাজ করছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শীর্ষ কর্তারা কোচ জেমি ডের অতিমাত্রায় পরীক্ষা-নিরীক্ষায় নাখোশ ছিলেন। আগামীকাল (রোববার) কোচ জেমি ডে ও তার সহকারি আবার ছুটিতে ইংল্যান্ড যাচ্ছেন। এর আগের দিন আজ বাফুফে ভবনে ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন জেমি। 

বৈঠক শেষে জেমি ডে দ্রুত ভবন ছাড়লেও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নাবিল মিডিয়ার সামনে এসেছিলেন। কাজী সালাউদ্দিন জেমি ডের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি, ‘কোচ তার অবস্থান থেকে ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারিনি। সে দেশে ফিরে আমাদের লিখিত প্রতিবেদন দেবে।’ 

কোচ জেমি ডে প্রথম দুই ম্যাচে দুই একাদশ খেলিয়েছেন। ফাইনালে ট্রফির চেয়ে ফুটবলার যাচাইয়ে মনোযোগ ছিল বেশি। এই প্রসঙ্গে জাতীয় দল কমিটির চেয়ারম্যান বলেন, ‘ফাইনালের একাদশসহ আরও অনেক বিষয়ে কোচের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। কিছু বিষয়ে দ্বিমত ও ভিন্ন মতও হয়েছে। সব তো আর সামনাসামনি বলা যাচ্ছে না।’ 

ফুটবলাঙ্গনে গুঞ্জন ছিল কোচ জেমি ডের সঙ্গে বাফুফে সম্পর্ক ছিন্ন হওয়ার। এই প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘ফুটবল বিশ্বে এটা খুব স্বাভাবিক বিষয়। তবে আমরা এখনো জেমির উপর আস্থা রাখছি। সামনের জুনে বিশ্বকাপ বাছাই পর্ব রয়েছে। তবে ক্রমাগত ব্যর্থতা থাকলে কোচ পরিবর্তন হতেই পারে।’ 

জাতীয় দল কমিটির চেয়ারম্যান এই প্রসঙ্গে বলেন, ‘আমরা আজ ফাইনাল ছাড়াও সামনের জুনের ম্যাচ নিয়েও আলোচনা করেছি। জুনে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ফাইনালে আমরা হারলেও আমাদের সাম্প্রতিক সময়ে কিছু প্রাপ্তি রয়েছে। চারটি ম্যাচে আমরা কোনো গোল হজম করিনি।’

জাতীয় দলের ব্রিটিশ কোচরা আগামীকাল বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন। ইংল্যান্ডে করোনা পরিস্থিতি ভয়াবহ। কোচরা কবে নাগাদ বাংলাদেশে ফিরবেন এ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেল। সোমবার থেকে বাংলাদেশে এক সপ্তাহ লক ডাউনের ঘোষণা এসেছে। প্রজ্ঞাপন জারি হলে বাফুফে তাদের আওতাধীন সকল প্রতিযোগিতা স্থগিত রাখবে বলে জানিয়েছেন সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
 
কাজী নাবিল আহমেদ ঢাকা আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ। ১৪ এপ্রিল ঢাকা আবাহনীর এএফসি কাপের প্লে অফের হোম ম্যাচ। ঢাকা আবাহনীর ম্যাচ সম্পর্কে নাবিল বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি জানিয়ে এএফসিকে চিঠি লেখব।’

এজেড/এমএইচ/এটি