দেশের ক্রীড়াঙ্গনে এখন বাংলাদেশ গেমস চললেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিছু ইভেন্ট পরিচালনা করছে। ৩১ মার্চ থেকে শুরু হয়েছে নারী ফুটবল লিগ। এছাড়াও চলছে তৃতীয় বিভাগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। আগামী পরশু সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা আসায় সঙ্কটের মুখে পড়েছে ফুটবল প্রতিযোগিতাগুলো। 

বাফুফে নির্বাহী সদস্য ও নারী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন,‘সরকারি প্রজ্ঞাপন এখনো আসেনি। প্রজ্ঞাপনের পর আমরা সিদ্ধান্ত নেব। সরকার লকডাউন দিলে আমরা খেলা স্থগিত রাখতে পারি। সরকারি নির্দেশনা তো মানতে হবে।’ 

বাফুফে সহ-সভাপতি ও মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানও স্থগিতের ইঙ্গিত দিয়ে রাখলেন, ‘প্রজ্ঞাপনে অবশ্যই কিছু নির্দেশনা থাকবে। সেই নির্দেশনা মেনে যদি খেলা আয়োজন করা যায় তাহলে হবে। আর নির্দেশনায় যদি সে রকম না থাকে তাহলে অবশ্যই স্থগিত রাখতে হতে হবে।’ 

ইমরুল হাসান বসুন্ধরা কিংসের সভাপতি। কিংস মে মাসে এএফসি কাপের চূড়ান্ত পর্বে খেলবে। এএফসি কাপের প্লে অফ রয়েছে ১৪ এপ্রিল। ঢাকা আবাহনীর হোম ম্যাচ রয়েছে। লকডাউন ও চলমান পরিস্থিতিতে ঢাকায় সেই ম্যাচ হয় কিনা এ নিয়ে খানিকটা সংশয় তৈরি হয়েছে। এই ম্যাচ পিছিয়ে গেলে এএফসি কাপের চূড়ান্ত পর্বও পিছিয়ে যেতে পারে বলে শঙ্কা করছেন ইমরুল, ‘আমরা এখনো নেতিবাচক কিছু পাইনি এএফসি থেকে। পরিস্থিতি ক্রমাগত অবনতি হতে থাকলে অবশ্যই এর প্রভাব এএফসি কাপে পড়তে  পারে। বাছাই পর্ব সঠিক সময়ে শেষ না হলে তো আর মূল পর্ব যথা সময়ে হওয়া কঠিন।’
 
এজেড/এটি