মুশফিকদের শ্রীলঙ্কা সফর নিয়ে ফের অনিশ্চয়তা
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ক্রিকেটীয় সম্পর্ক বেশ দৃঢ়। তবে করোনার কারণে দুই বোর্ডের মধ্যে সমঝোতা হচ্ছে না। দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে গত বছর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। তার পরিবর্তে আগামী ১২ এপ্রিল দেশ ছাড়ার কথা। তবে শেষ মুহূর্তে এসে এই সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পাকা কথা হয়েছে, সূচিও চূড়ান্ত। ২ ম্যাচ টেস্ট খেলতে আগামী ১২ এপ্রিল লঙ্কাগামী বিমান ধরবে লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কা গিয়ে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচের পর দুই টেস্ট মাঠে গড়ানোর কথা আগামী ২১ ও ২৯ এপ্রিল। তবে সম্প্রতি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আবার বেঁকে বসেছে শ্রীলঙ্কা। গুঞ্জন আছে ৭ দিনের কোয়েরেন্টাইনের জায়গায় ১৪ দিনের প্রস্তাব দিয়েছে তারা।
বিজ্ঞাপন
সফর সূচি চূড়ান্ত হলেও করোনার বর্তমান পরিস্থিতি আর আসন্ন লকডাউনের পর খেলোয়াড়দের সঙ্গে ফের আলোচনায় বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে এ কথা বলেন।
সুজন বলেন, ‘শ্রীলঙ্কা সফর ইস্যুতে আমরা আবার আলোচনায় বসব। আগামী রোববার নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবে দল। এরপর খেলোয়াড়দের সঙ্গে আলাপ-আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
বিজ্ঞাপন
শ্রীলঙ্কায় কোয়ারেন্টাইন করলে ১৪ দিনই ঘরবন্দি থাকতে হবে খেলোয়াড়দের। বাইরে বের হওয়া বা অনুশীলনের সুযোগ নেই। নিউজিল্যান্ডে গিয়েও ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। তবে সেখানে ৭ দিন পর অনুশীলনের সুযোগ মিলেছে। তার আগে দলীয়ভাবে না হলেও করোনার পরীক্ষায় নেগেটিভ ফল পেয়ে নির্দিষ্ট সময়ের জন্য মুক্ত বাতাসে বের হতে পেরেছেন খেলোয়াড়রা। শ্রীলঙ্কা সফরে সে সুযোগ নেই।
এই কোয়ারেন্টাইন ইস্যু নিয়েই শ্রীলঙ্কার সঙ্গে দেন দরবার হয়নি বিসিবির। এজন্য গত অক্টোবরে এ সিরিজ হওয়ার কথা থাকলেও খেলতে যায়নি টাইগাররা। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে এবারের সফর নিয়ে শুধু শঙ্কায় নয়, গোটা সফরই ভেস্তে যাওয়ার উপক্রম।
টিআইএস/এটি