জন লুইস

নিউজিল্যান্ড সফরটা যেন দুঃস্বপ্নের মতোই কেটেছে বাংলাদেশের। তিন ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতেই হেরে গেছেন তামিম ইকবালরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টের কোনোটিতেই গড়তে পারেননি নূন্যতম প্রতিদ্বন্দ্বীতাও। 

এমন ব্যর্থতার পরও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে নিয়োগ পাওয়া ব্যাটিং কোচ জন লুইসের চুক্তির মেয়াদ বেড়েছে। আগামী শ্রীলঙ্কা সফর পর্যন্ত তার সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। 

তিনি বলেন, ‘আমরা তার সঙ্গে চুক্তিটা শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত বাড়িয়েছি যেহেতু পরপরই সিরিজটা হচ্ছে। এরপর আমরা সিদ্ধান্ত নেবো যে পরবর্তী পদক্ষেপ কী হবে।’

শুরুতে আগের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির জায়গায় ক্রেইগ মিলানকে ব্যাটিং কোচ হিসেবে বেছে নিয়েছিল বিসিবি। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশে আসেননি তিনি। 

এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সফরের সিরিজের জন্য লুইসকে নিয়োগ দেওয়া হয়। শ্রীলঙ্কা ও ইংল্যান্ড দল এবং কাউন্টিতে কোচিং করানোর অভিজ্ঞতা থাকা এই কোচের ভবিষ্যৎ জানা যাবে শ্রীলঙ্কা সফরের পর।

এমএইচ/এটি