গেল কিছুদিন আগেও পুরোদমে আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে কি না এ নিয়ে জল্পনার কমতি ছিল না। তবে মাহমুদউল্লাহ ঠিকই থাকলেন দলে, তবে নাম নেই সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। অবসর ভেঙে নাটকীয়ভাবে প্রত্যাবর্তন করা দেশসেরা এই ওপেনারকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। 

তামিমকে দলে না রাখার ব্যাখ্যায় নির্বাচকরা জানিয়েছিলেন চোটের কথা। ইনজুরির কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে ছিলেন তামিম। খেলতে পারেননি সর্বশেষ এশিয়া কাপেও। 

দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফেরেন তামিম। প্রথম ওয়ানডেতে বৃষ্টির কারণে মাঠে নামতে না পারলেও দ্বিতীয়টিতে ৫৮ বলে ৪৪ রান করে দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিতই দিচ্ছিলেন যেন। তবে ওইদিনই পিঠের চোটে নিজের অস্বস্তির কথা জানান তামিম। বিশ্বকাপেও বিষয়টি বিবেচনায় রাখার কথা জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: কী ফাঁস করতে যাচ্ছেন, সবার চোখ তামিমের ফেসবুকে

গুঞ্জন রয়েছে, অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে আনফিট কিংবা অর্ধফিট তামিমকে দলে চাননি। এমন গুঞ্জনের মধ্যেই বিশ্বকাপ দলে জায়গা হারান তামিম। আজ বিকেলে বাংলাদেশ দল দেশ ছাড়ার পর গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ নিয়ে ভিডিও বার্তা দেওয়ারও কথা জানিয়েছেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক। 

এদিকে, বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দল থেকে বাদ পড়ার পর তামিম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘তামিমের সঙ্গে ড্রাফটের দিনই (বিপিএলের ড্রাফট হয়েছিল রোববার) কথা হয়েছিল। বলছিল যে ওর ইনজুরিটা আছে ব্যথা করছে ব্যাক পেইন আছে। আমাকে ম্যানেজ করেই খেলতে হবে যদি আমি খেলতে চাই। সেটা আমি পরিষ্কার করে দেবো বোর্ডে। জানিয়ে দেবো।’ 

আরও পড়ুন: তামিমকে বাদ দেওয়া হয়নি, সে থাকতে চায়নি: মাশরাফি

তামিমকে নিয়ে সুজন আরও যোগ করেন, ‘সে বলে গেল এইটুকুই যে আমার ব্যথা হচ্ছে। পেইনটা খুব বেশি। আমি বললাম, নেক্সট পরিচর্যাটা কী? ওর আরেকটা ইনজেকশনের চান্স থাকতে পারে হয়তো–বা।’ এরপর মাহমুদ জানান, তামিম তাঁকে বলেছেন, ‘আমার আসলে এভাবেই যাবে। ভালো কিছু হবে না। আমার ব্যথা হয়। অনেক ব্যথা হয়।’

সবদিক বিবেচনায় তামিমের বাদ পড়া এবং তা নিয়ে এত আলোচনাকে স্বাভাবিকভাবেই দেখছেন টিম ডিরেক্টর। তিনি বলেন, ‘কথা হবেই। কেউ বাদ পড়বে, কেউ ঢুকবে। এটা আমাদের সময় হয়েছে। সব সময়ই ছিল।’ মাহমুদ এখন সামনে তাকাতে চান, ‘যেটা হয়ে গেছে, সেটা কালকে শেষ। আজকে নতুন একটা দিন শুরু করেছি। আমি বিশ্বাস করি, ছেলেরা সেভাবে আত্মবিশ্বাসী থাকবে।’

এফআই