টি-টেন খেলার ছাড়পত্র পাচ্ছেন না আফিফ-তাসকিনরা!
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাজারটা রমরমা হলেও তাতে খুব বেশি সুযোগ মেলে না বাংলাদেশি ক্রিকেটারদের। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন ক্রিকেটার ডাক পান বিদেশি এসব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। এবার এক সঙ্গে ৬ জন ক্রিকেটার দল পেয়েছিলেন টি-টেন ক্রিকেট লিগে। কিন্তু সেই টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের অনাপত্তি পত্র দিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি।
কদিন আগে বেশ ঘটা করে হয়ে গেল টি-টেন লিগের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া। আগামী ২৮ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হবে এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। পর্দা নামবে আগামী ৬ ফেব্রুয়ারি। সেই টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশ থেকে সর্বমোট ৬ জন ক্রিকেটার দল পেয়েছেন।
বিজ্ঞাপন
টুর্নামেন্টটির দল মারাঠা অ্যারাবিয়ান্স মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ ও মুক্তার আলিকে দলে ভিড়িয়েছে। পুনে ডেভিলসে সুযোগ পেয়েছেন নাসির হোসেন। এছাড়াও আফিফ হোসেন ধ্রুব ও শেখ মেহেদী হাসানকে দলে নিয়েছে বাংলাদেশি মালিকানাধীন বাংলা টাইগার্স।
তবে চার-ছক্কার এই টুর্নামেন্ট চলা অবস্থায় ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই সিরিজ দিয়েই করোনার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। এখনো উইন্ডিজ সিরিজের দল ঘোষণা না হলেও জানা গেছে, মূল স্কোয়াড আর স্ট্যান্ডবাই হিসেবে নাম আছে এই ৬ খেলোয়াড়ের অনেকেরই।
বিজ্ঞাপন
একারণে টি-টেন খেলার জন্য আফিফ, তাসকিনদের অনুমতি পত্র দিতে চাইছে না টাইগার বোর্ড। বিষয়টি সোমবার গণমাধ্যমকে জানান, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সুজন বলেন, ‘আলোচনা যেটা হয়েছে আমাদের নির্বাচক প্যানেলের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের যেটা দেখা যাচ্ছে যে এখানে অধিকাংশ খেলোয়াড় যারা এই টুর্নামেন্টের জন্য সুযোগ পেয়েছে বা তাদেরকে ডাকা হয়েছে। তারা আমাদের যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, সেই সময় যে খেলাগুলো হবে, স্পেশালি প্রথমে যে কর্মসূচিগুলো করা আছে, তার মধ্যে এদের অনেকেই যেহেতু অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে সুযোগটা (অনুমতি পত্র পাওয়া) আমার কাছে খুবই কম মনে হচ্ছে।’
উইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প ঠিক কবে শুরু হবে সেই বিষয়ে জানতে চাওয়া হলে, সম্ভাব্য দিন হিসেবে ৮ থেকে ১০ জানুয়ারির কথা বলেছেন সুজন। বিদেশি কোচিং স্টাফের সদস্যরা কাজে যোগ দিলে নির্দিষ্ট সময় জানা যাবে বলে জানান তিনি
সুজন বলেন, ‘আমাদের ৮ থেকে ১০ তারিখের মধ্যে অনুশীলন শুরুর একটা পরিকল্পনা রয়েছে। প্রথম সপ্তাহেই হয়তো কোচরা চলে আসবেন। তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। খুব শিগগিরই আপনারা নির্দিষ্ট তারিখটা জেনে যাবেন।’
এমএইচ/এটি