ছবি: সংগৃহীত

নতুন বলে ম্যাট হেনরি-ট্রেন্ট বোল্টদের তোপ সামলেও রেহাই পায়নি নেদারল্যান্ডস। মাঝের ওভারগুলোতে কিউই স্পিনারদের ঘূর্ণি ধাঁধার সমাধান খুঁজে পায়নি ডাচরা। বিশেষ করে মিচেল স্যান্টনার বেশ ভুগিয়েছেন তাদের। এই বাঁহাতি স্পিনারের জালেই আটকা পড়েছেন ৫ ব্যাটার। ফলে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা তুলনামূলক ভালোই করেছিল নিউজিল্যান্ড। নতুন বলে বোল্ড-হেনরিদের সামলে ৩৬ বল স্থায়ী হয়েছিল ডাচদের উদ্বোধনী জুটি। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। তিনশোর্ধ্ব রান তাড়ায় বড় জুটি প্রোয়োজন ছিল। সেখানেই ব্যর্থ হয়েছে তারা। 

বলা যায়, সেটি হতে দেননি স্যান্টনার। এই বাঁহাতি স্পিনার এদিন বেশ দুর্বোধ্য হয়ে ওঠেন। তাকে পড়তে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা ডাচ ব্যাটারদের! এগারোতম ওভারে ম্যাক্সওয়েল ডাউডকে ফিরিয়ে উইকেটের খাতা খুলেছিলেন স্যান্টনার।

এরপর একে একে ফিরিয়েছেন কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস ও ফন ডার মারউইকের মতো ব্যাটারদের। আর সর্বশেষ ক্লেইনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের ফাইফার পূর্ণ করেন স্যান্টনার। বিশ্বকাপে এটা তার প্রথম ফাইফার। আর ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয়বারের মতো এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

আজ (সোমবার) বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। যেখানে সর্বোচ্চ ৭০ রান এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৩ রানে থেমেছে নেদারল্যান্ডস। ৯৯ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল কিইউইরা।

এইচজেএস