সাকিবকে কাজে লাগাতে পারবে তো কলকাতা?
অনুশীলনে সাকিব আল হাসান/কলকাতা নাইট রাইডার্স
এর আগে আইপিএলে আট মৌসুম খেলেছেন সাকিব আল হাসান, কলকাতায় ছয় আর হায়দরাবাদে দুই মৌসুম। পরিসংখ্যানও নেহায়েত মন্দ নয়। তবে বিশ্বসেরা সাকিব আল হাসানের নামের পাশে সংখ্যাগুলো যেন কেমন বেমানান। কারণ হিসেবে অবশ্য দাঁড় করানো যায় দলীয় ভারসাম্য আর বিদেশি খেলানোর ক্ষেত্রে বিধিনিষেধকে। সে কারণগুলো আছে এবারও। তাই প্রশ্নও উঠে আসছে, সাকিবকে পুরোপুরি কাজে লাগাতে পারবে তো কলকাতা?
ভাষাগত নৈকট্যের কারণে কলকাতা নাইট রাইডার্সের একটু বাড়তি জনপ্রিয়তাই যেন ছিল বাংলাদেশে। সঙ্গে যখন গ্যালারিতে থাকে বলিউড বাদশাহ শাহরুখ খান আর জুহি চাওলার উপস্থিতি, তখন সে পালে হাওয়া লাগে আরও। মাশরাফি বিন মুর্তজাকে দলে টেনে সে জনপ্রিয়তাকে আকাশে তুলে দিয়েছিল দলটি। যদিও সাবেক বাংলাদেশি অধিনায়ক খেলার সুযোগ পাননি খুব একটা। এরপর সাকিব আল হাসান গেলেন দলটিতে। জেতালেন দুটো আইপিএল শিরোপা। তবে দলীয় কম্বিনেশন, আর বিদেশি খেলানোর ক্ষেত্রে বিধিনিষেধের কারণে তিনিও খেলেছেন নিজের ক্ষমতার তুলনায় অনেক কম ম্যাচ।
বিজ্ঞাপন
সে শঙ্কা এবার তো থাকছেই, সঙ্গে সম্ভাবনা আছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের জন্য মাঝপথে ফিরে আসারও। তবে তার আগে সুযোগ থাকছে নিজেকে মেলে ধরার।
সাকিবের আইপিএল পরিসংখ্যান
ব্যাটিং
ম্যাচ ৬৩
রান ৭৪৬
সর্বোচ্চ ৬৬*
গড় ২১.৩১
স্ট্রাইক রেট ১২৬.৬৫
বিজ্ঞাপন
বোলিং
ম্যাচ ৬৩
উইকেট ৫৯
সেরা বোলিং ৩/১৭
গড় ২৮
ইকনমি ৭.৪৬
স্ট্রাইক রেট ২২.৫০
একাদশে কেমন সম্ভাবনা আছে তার?
কলকাতায় পা রেখে সাকিব জানিয়েছিলেন, দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে পারেন তিনি। অলরাউন্ডার হওয়ায় সে ফ্লেক্সিবলিটিটা পাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে কলকাতায় সাকিবের লড়াইটা যে হবে মূলত সুনীল নারাইনের সঙ্গে, তা বলাই বাহুল্য। দুজনে স্পিনার, দুজনের তূণেই আছে অলরাউন্ডিং ক্ষমতা, আর সবচেয়ে বড় কথা, দুজনেই বিদেশি। ফলে কম্বিনেশনের কথা ভেবে দুজনের মধ্যে একজনকেই খেলানোর কথা কেকেআরের। তবে খেলাটা যদি হয় চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে, কিংবা অন্য কোথাও যেখানে স্পিনাররা পান বাড়তি সহায়তা, তখন আবার দুজনকেই দলে দেখা যেতে পারে একসঙ্গে, অন্যথায় নয়।
তবে শেষ কয়েক মৌসুমে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে ব্যাট করা নারাইনের ব্যাটে খরা যাচ্ছে সাম্প্রতিককালে। অ্যাকশন নিয়ে সমস্যায় পড়ে গিয়েছিলেন গেল মৌসুমেও। ফলে নারাইনের সঙ্গে ডুয়েলে জিতছেন সাকিবই।
সঙ্গে যোগ করুন দলের কম্বিনেশন। দলে অফ স্পিনার হিসেবে দলে থাকবেন হরভজন, তাই বাঁহাতি অর্থোডক্স স্পিনার নিয়ে দলে বৈচিত্র্য যোগ করার অপশনটা ভেবে দেখতেই পারে কেকেআর, ফলে সব দিক মিলিয়ে সাকিবের দলে আসার সম্ভাবনা আছে বেশ।
এনইউ