ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের শুরুটা ছিল দারুণ। প্রথম দশ ওভারে কিউইদের ঠিকই চেপে রেখেছিল ভারতের বোলিং ডিপার্টমেন্ট। তবে ধীরে ধীরে সেখান থেকে ঘুরে দাঁড়ান দুই কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র এবং ড্যারেল মিচেল। যদিও শেষদিকের স্বাগতিকদের আঁটসাঁট বোলিংয়ে নিউজিল্যান্ড আর তাদের স্কোর বড় করতে পারেনি।

ম্যাচের প্রায় পুরোটা সময়ই দুশ্চিন্তার মাঝেই পার করতে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। ব্যাট হাতে ড্যারেল মিচেল বেশ ভালোই ভুগিয়েছেন ভারতকে। তবে সেই চিন্তা আরও বেড়েছে দলের অধিনায়ক রোহিত শর্মার কারণে। ম্যাচ চলাকালে আচমকাই মাঠ ছেড়ে চলে যান তিনি। ফিল্ডিং করতে গিয়ে হাতে আঘাত পেলে মাঠ ছাড়তে বাধ্য হন ভারতীয় অধিনায়ক। 

অবশ্য রোহিতের চোট বড় নয়। তিনি কিছুক্ষণের জন্যই মাঠ ছেড়েছিলেন। ড্রেসিংরুমে হালকা পরীক্ষার পরেই মাঠে আবার ফিরে আসেন। একইসময় অবশ্য ভারতের অধিনায়ক কে তা নিয়েও কৌতুহল শুরু হয়েছিল। আগের ম্যাচেই যে সহকারী অধিনায়ক হার্দিক পান্ডিয়া চোটের কবলে পড়েছিলেন। আর এই ম্যাচে কিছু সমপ্যের জন্য উঠে যান রোহিত। 

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছিল এমন পরিস্থিতিতে ভারতের অধিনায়ক হবেন কে। মাঝের ওই সময়টুকু রাহুলকে দেখা যায় ফিল্ডিং সাজাতে। আইপিএলে অধিনায়কত্বের স্বাদ পাওয়া রাহুল এবার বিশ্বকাপেও পেলেন অধিনায়ক হওয়ার স্বাদ। 

জেএ