‘চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার নিয়ম বিশ্বকাপের আগে কেউ জানত না’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে এবারের বিশ্বকাপে সেরা সাত দলের মধ্যে থাকতে হবে। এ তথ্য বিশ্বকাপ শুরুর আগপর্যন্ত কোনো দলই জানত না বলে দাবি করেছেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যান কলিন অ্যাকারম্যান। বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।
২০২১ সালের নভেম্বরে আইসিসি বোর্ডে সিদ্ধান্ত হয়, পাকিস্তানে অনুষ্ঠেয় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ৮ দল। এতে স্বাগতিক দলের বাইরে বাকি সাত দল চূড়ান্ত হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বের পয়েন্ট তালিকার ভিত্তিতে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সিদ্ধান্তটি দুই বছর আগের হলেও এটি হঠাৎ করে আলোচনায় আসে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্যের পর।
বিজ্ঞাপন
কলকাতায় এই নেদারল্যান্ডসের কাছে হারের পর বাংলাদেশ অধিনায়ক জানান, চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করার জন্য শেষ তিনটি ম্যাচে ভালো খেলতে চান। এমনকি ইংল্যান্ড কোচ ম্যাথু মটও দাবি করেছিলেন, ভারতের বিপক্ষে হারার পর তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জেনেছেন।
পয়েন্ট তালিকায় বর্তমানে ৮ নম্বরে আছে নেদারল্যান্ডস। ৬ ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট ৪।
চ্যাম্পিয়নস ট্রফি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে অ্যাকারম্যান বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা এ বিষয়ে জানতাম না। আমার মনে হয় না, অন্য কোনো দলও বিশ্বকাপের আগে জানত। কিন্তু আমরা বিশ্বকাপ খেলছি, চ্যাম্পিয়নস ট্রফি নয়। চ্যাম্পিয়নস ট্রফির দিকে তাকানোর আগে এ টুর্নামেন্টে লড়াই করতে হবে।’
বিজ্ঞাপন
এ টুর্নামেন্টে বেশ ভালো ক্রিকেট খেলেছে নেদারল্যান্ডস। হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। শেষ চারে খেলা তাদের জন্য অনেকটা অসম্ভব হলেও স্বপ্ন দেখা ছাড়ছেন না অ্যাকারম্যান, ‘আমাদের লক্ষ্য সেমিফাইনাল। আমরা জানি, যদি আগামী তিন ম্যাচে আমরা জয় পাই, তাহলে সেমিফাইনালে পৌঁছে যাব। এ মুহূর্তে আমরা এটাতে গুরুত্ব দিচ্ছি। দুই বছর পর কী হবে সেটা নিয়ে ভাবছি না। আগামীকালের ম্যাচটা আমাদের জিততে হবে।’
এইচজেএস