ম্যাচসেরা- নিগার সুলতানা/ ছবি :বিসিবি

ব্যাট হাতে দাপট দেখিয়েই যাচ্ছেন তিনি। মাঝে এক ম্যাচ বিরতি। ফের শতরান নিগার সুলতানার ব্যাটে। সঙ্গে বল হাতে যোগ্যতার পরিধিটা দেখালেন ফাহিমা খাতুন। দুইয়ে মিলে ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ পেয়ে গেল আরেকটি জয়। টানা চতুর্থ জয় মেয়েদের।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১০ রানের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। সফরকারীদের সামনে ছিল ২৩৭ রানের লক্ষ্য। জবাব দিতে নেমে এলোমেলো প্রোটিয়া মেয়েরা অলআউট ১২৬ রানে। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।

ব্যাট হাতে যেন সেরা সময়ে আছেন নিগার। বাংলাদেশ অধিনায়ক এবার ১৩২ বল খেলে পেলেন ১০১ রানের হার না মানা ইনিংস। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও শতক এসেছিল তার ব্যাটে। বড় পুঁজি পেয়ে ফাহিমা বল হাতে যাদু দেখালেন। তার বোলিং ফিগারটা দেখুন ৯.৫-২-২৯-৪! তবে ম্যাচসেরা ক্যাপ্টেন নিগার।

মঙ্গলবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ইমার্জিং নারী দল: ৫০ ওভারে ২৩৬/৪ (শারমিন ১০, মুর্শিদা ৪১, নিগার ১০১*, ফারজানা ১, সোবহানা ৪৫, লতা ২৫*; বানেটি ১/৪৫, জোন্স ১/৪০)।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল: ৪৬.৫ ওভারে ১২৬/১০ (স্টেইন ১২, ডের্কসেন ৮, সাঙ্গাস ১১, ফে ৭, বোস ৬৩, সিনালো ০, জোন্স ৪, ফিগুয়েইরেডো ৬, বানেটি ২*, উইন্সটার ৯, অ্যান্ড্রুস আহত অবসর; সালমা ২/১৯, রিতু ১/১৫, নাহিদা ১/৩১, লতা ১/১৭, ফাহিমা ৪/২৯)।
ফল: বাংলাদেশ ইমার্জিং নারী দল ১১০ রানে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ৪-০ তে এগিয়ে বাংলাদেশ ইমার্জিং নারী দল।
ম্যাচসেরা: নিগার সুলতানা।

এটি/এমএইচ