নানা জলঘোলার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়েছেন সাকিব আল হাসান। এবারের আইপিএলের নিলাম থেকে তিন কোটি বিশ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্ট শুরুর আগে সাকিব দলটির একাদশে সুযোগ পাবেন কি না, এই নিয়ে হয়েছিল নানা আলোচনা। 

তবে আইপিএলে কলকাতার প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশে আছেন তিনি। ২১ এপ্রিল ২০১৭ সবশেষ কলকাতার জার্সিতে খেলেছেন সাকিব। ওই ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন গুজরাট লায়ন্সের হয়ে।

ওই ম্যাচে এক বল খেলে ১ রানে অপরাজিত ছিলেন সাকিব। বল হাতে ৩ ওভারে ৩১ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি। ওই ম্যাচের ১৪৫১ দিন পর কলকাতার হয়ে খেলবেন এই অলরাউন্ডার।

সাকিব আইপিএলে সবশেষ ম্যাচ খেলেছেন ২৩ এপ্রিল ২০১৯, সানরাইজার্সের হয়ে চেন্নাইয়ের বিপক্ষে। ৭১৯ দিন পর আইপিএল খেলবেন সাকিব।

কলকাতা একাদশ :

শুভমন গিল, রাহুল ত্রিপাটি, নিতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক),দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিধ কৃষ্ণা, ভরুণ চক্রবর্তী।

সানরাইজার্স হায়দরাবাদ: 

ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, মনিশ পান্ডে,জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, মহম্মদ নবী, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, থাসারাঙ্গু নটরাজন ও সন্দীপ শর্মা।

এমএইচ