মেহেদী হাসান মিরাজ

শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ (সোমবার) দেশ ছেড়েছে বাংলাদেশ দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজের জন্য ২১ সদস্যের প্রথমিক দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে ৩ নতুন মুখের সঙ্গে বেশিরভাগ খেলোয়াড়ই তরুণ। অভিজ্ঞতার বিচারে খানিক পিছিয়ে থাকলেও তরুণদের ওপরই আস্থা রাখছেন খালেদ মাহমুদ সুজন।

আজ দেশ ছাড়ার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানমন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তরুণদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের উদাহরণ টানেন টিম লিডারের দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কায় যাওয়া সুজন।

মিরাজের সেই ম্যাজিক মনে করিয়ে সুজন বলেন, ‘আগে আমরা দেখেছি ইংল্যান্ডের বিপক্ষে মিরাজের অনবদ্য পারফরম্যান্স। আমার মনে হয় এটা সবারই মনে রাখতে হবে। এ ক্ষেত্রে উদাহরণ হতে পারে মিরাজ, তরুণ বয়সেই মিরাজ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে টেস্ট জিতিয়েছে। আমাদের সব ক্রিকেটারের মধ্যেই এই সামর্থ্য আছে। এই জিনিসটা মাথায় নিয়ে পজিটিভ, আক্রমনাত্মক ক্রিকেট খেলতে হবে।’

সঙ্গে আরও যোগ করেন সুজন, ‘আমি সবসময় পজিটিভ ক্রিকেট খেলার কথা বলি। মনোভাব অনেক গুরুত্বপূর্ণ। যে মনোবাব আমি দেখেছি দুই বছর আগে, সেরকমটা দেখতে চাই। মাঠে লড়াই করবে, ফল কি হবে পরে দেখা যাবে। কিন্তু আমরা লড়াই করতে চাই।’

বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে মাত্র ১৮ বছর বয়সে বাংলাদেশ জাতীয় দলে জার্সি গায়ে চাপান মেহেদী হাসান মিরাজ। অভিষেকেই বাজিমাত করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট তুলে নেন। দ্বিতীয় টেস্টে ঢাকায় ফিরে ইংলিশ শিবিরে আক্রমণ চালান মিরাজ। ২ ইনিংসে ১২ উইকেট তুলে নিয়ে ম্যাচ জেতান তিনি।

এবার শ্রীলঙ্কায় তরুণ ক্রিকেটারদের সেই রূপে দেখতে চান সুজন। তবে তরুণ শব্দটিতে আপত্তি আছে টাইগারদের সাবেক অধিনায়কের। সুজনের মতে, যারা জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন, তারা সকলেই সমান।

ব্যাখ্যায় সুজন বলেন, ‘আমি তরুণ বলিনা। আমার কাছে সবাই সমান আসলে। যদিও তামিম, মুশফিক মুমিনুলের অভিজ্ঞতা অনেক। তারপরও দায়িত্ব সবার সমান। জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে আপনি যখন নামবেন, তখন দায়িত্বটা সবারই সমান। ভালো খেলার দায়িত্ব সবারই।’

টিআইএস/এটি