একদিনের ভেতরই করোনা পজিটিভ থেকে নেগেটিভ হলেন দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পাঁচ নারী ক্রিকেটার। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিলেন তারা। ১৪এপ্রিল থেকে সব ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় এক ম্যাচ না খেলেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। 

কিন্তু করোনা পজিটিভ হওয়ায় পাঁচজনকে রেখে দেশে ফিরে যান বাকিরা। সোমবার সিলেটে করোনা পরীক্ষায় পজিটিভ আসেন তারা। মঙ্গলবার (১৩ এপ্রিল) ঢাকায় তাদের আবারও করোনা পরীক্ষা করানো হয়। করোনা নেগেটিভ হওয়ার পর বিকেলেই ঢাকা ছেড়েছেন পাঁচ দক্ষিণ আফ্রিকান। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন। তিনি বলেন, ‘দ্বিতীয় টেস্টে সবার নেগেটিভ এসেছে। আমি যতদূর জানি, আজই তাদের দেশে ফিরে যাওয়ার কথা।’

করোনায় আক্রান্ত পাঁচ নারী ক্রিকেটার হলেন লিয়া জন সিনালো জাফটা, জনস, নাবোলুমকো বেনেতি, মাতসিপি মারসিয়া লেটসালো এবং রবেইন সিয়ারলে।

এমএইচ