ইনিংসের উদ্বোধনী ওভারে এসে হরভজন সিং দিয়েছিলেন তিন রান। ওই চাপ বজায় থাকল শেষ অবধি। মাঝখানে সাকিব আল হাসান আর শেষে এসে আন্দ্রে রাসেলরা ধরে রাখলেন সেটা। তাতে মুম্বাইকে আটকে রাখা গেছে ১৫২ রানে। 

মঙ্গলবার এম. এ. চিদাম্বরম স্টেডিয়াম মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক ইয়ন মরগান। ইনিংস উদ্বোধনে এসে ৬ বল থেকে মাত্র ২ রান করে সাজঘরে ফেরত যান কুইন্টন ডি কক। 

এরপর সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বাধেন অধিনায়ক রোহিত শর্মা। দুজনের জুটি থেকে আসে ৭৬ রান। ৭ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৫৬ রান করে সাকিবের বলে সূর্যকুমার সাজঘরে ফেরত গেলে এই জুটি ভাঙে। তবে ফিফটি করতে পারেননি রোহিত।

৩ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৪৩ রান করে প্যাট কামিন্সের বলে সাজঘরে ফেরত যান তিনি। এরপর আর মুম্বাইয়ের কোনো ব্যাটসম্যানই ইনিংসকে বড় করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ১৫২ রানে থামে মুম্বাইয়ের ইনিংস। মাত্র ২ ওভার বল করে ১৫ রান দিয়ে ৫ উইকেট নেন আন্দ্রে রাসেল। 

এমএইচ