ইরান থেকে আজ (মঙ্গলবার) বিকেলে দেশে ফিরেছেন তিন অ্যাথলেট ও ম্যানেজার। অন্য দুই অ্যাথলেট সুস্থ ও স্বাভাবিকভাবে ফিরলেও ইনজুরি নিয়ে ফিরেছেন দ্রুততম মানব ইসমাইল হোসেন। যদিও নিজের ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট না, লং জাম্প করতে গিয়ে ব্যথা পেয়েছেন ইসমাইল। 

দেশে ফিরে তার ইনজুরি সম্পর্কে বলেন, ‘লংজাম্প করতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলাম। পায়ের অবস্থা খুব খারাপ। ব্যথায় হাঁটতে পারছি না। ব্যথা নিয়েই সফর করে এসেছি। এখন বিশ্রামে রয়েছি। তবে কোয়ারেন্টিন শেষে চিকিৎসকের কাছে যাবো।’

দেশে ফিরেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিন অ্যাথলেট। মঙ্গলবার কাতার এয়ার ওয়েজে করে বেলা সাড়ে চারটায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন তারা। এরপরেই স্প্রিন্টার মো. ইসমাইল ও হাইজাম্পার মাহফুজুর রহমানকে নিয়ে যাওয়া হয় নৌবাহিনীর খিলক্ষেতে অবস্থিত শেখ মুজিব ঘাটিতে। সেখানেই তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে পরিবার থাকায় বাসাতেই কোয়ারেন্টাইনে থাকছেন লং জাম্পার আল আমিন। 

এজেড/এমএইচ