বৃষ্টিতে কমেছে ম্যাচের দৈর্ঘ্য
সর্বশেষ নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। তাসমান পাড়ের এই দেশটাতে টাইগারদের সুখস্মৃতি বলতে এতটুকুই। কিউইদের মাটিতে ওয়ানডেতে এখনও তাদের হারাতে পারেনি বাংলাদেশ। সেই অধরা জয়ের লক্ষ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে শুরুতে ফিল্ডিং করছে নাজমুল হোসেন শান্তর দল।
এখনও পর্যন্ত ১৩ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে ৬৩ রান তুলেছে নিউজিল্যান্ড। ২৭ রান নিয়ে উইকেটে আছেন লাথাম। অপর অপরাজিত ব্যাটার ইয়াংয়ের সংগ্রহ ২৩ রান।
বিজ্ঞাপন
টসের পরপরই ডানেডিনে বৃষ্টি নামে। তাতে প্রায় ১ ঘন্টা সময় নষ্ট হয়। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ৪৬ ওভারে।
বৃষ্টির পর ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই কিউই শিবিরে জোড়া আঘাত হানেন শরিফুল ইসলাম। চতুর্থ বলটি অফ স্টাম্পের ওপর গুড লেংথে করেছিলেন এই বাঁহাতি পেসার। আউট সুইং করে বল বের হয়ে যাওয়ার সময় রাচিন রবীন্দ্রের ব্যাটের বাইরের দিকের কানায় লেগে মুশফিকের গ্লাভসে জমা পড়ে। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা এই ওপেনার সাজঘরে ফেরেন ডাক খেয়ে।
বিজ্ঞাপন
এক বল পর আবারও উইকেটের দেখা পেয়েছেন শরিফুল। প্রথম ওভারের শেষ বলটি ব্যাক অব লেংথে করেছিলেন এই পেসার। এবারও আউট সুইংয়ে বিভ্রান্ত হয়েছেন ব্যাটার। সামনের পায়ে ভর করে অফের দিকে খেলতে গিয়ে স্লিপে এনামুল হক বিজয়ের হাতে ধরা পড়েন হেনরি নিকোলস। ২ বল খেলে রানের রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। প্রথম ওভারেই দুই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে স্বপ্নের মতো শুরু এনে দেন শরিফুল।
এরপর উইল ইয়াং ও টম লাথামের ব্যাটে ঘুরে দাড়ানোর চেষ্টা করছে কিউইরা। এই দুই ব্যাটার মিলে তৃতীয় উইকেট জুটিতে এখনো পর্যন্ত যোগ করেছেন অবিচ্ছিন্ন ৫৮ রান। কিউইরা যখন ম্যাচে ফেরার চেষ্টায় তখন ডানেডিনে দ্বিতীয়বার হানা দেয় বৃষ্টি। ১৪তম ওভারে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়ার।
মিনিট ত্রিশেক পর আবারও শুরু হয়েছে খেলা। দ্বিতীয় দফা বৃষ্টিতে হারিয়ে গেল আরও ৬ ওভার। ম্যাচের দৈর্ঘ্য নেমে এলো ৪০ ওভারে।
এইচজেএস