আগের ম্যাচে একাদশে থাকলেও নিজেকে মেলে ধরতে পারেননি সেভাবে। ৪ ওভারে খরচ করেছিলেন ৪৫ রান, নিতে পারেননি একটি উইকেটও। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারে ১ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট, পরে নিয়েছেন আরও একটি। 

ইনিংস শেষে মুস্তাফিজের বোলিং ফিগার ছিল এমন- ৪ ওভারে ২৯ রান দিয়ে দুই উইকেট। সপ্তম ওভারে প্রথমবার আক্রমণে এসেই বোকা বানিয়েছিলেন মার্কোস স্টয়নিসকে। টানা তিন ডট দেওয়ার পর মুস্তাফিজের কাটার বুঝেই উঠতে পারেননি এই অজি ব্যাটসম্যান। 

এরপর নিজের শেষ ওভারে মুস্তাফিজ ফেরান টম কারানকে। প্রায় ইয়র্কার লেংথের স্লোয়ার ডেলিভারি ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হন তিনি। মুস্তাফিজের এমন পারফরম্যান্সের দিন ক্রিস মরিসের ব্যাটে মৌসুমে নিজেদের প্রথম জয় পেয়েছে তার দল রাজস্থান রয়্যালসও। 

নিজের প্রথম উইকেট পাওয়া ও দলের প্রথম জয় নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন মুস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘মৌসুমে আমাদের প্রথম জয় ও নিজের প্রথম উইকেটে আমি খুশি। দুর্দান্ত হিটিং, ক্রিস মরিস।’

এমএইচ