ছবি: বাফুফে

চলমান ফেডারশন কাপের বি গ্রুপে চার দল। প্রত্যেকটি দলের তিনটি করে ম্যাচ। সব ক’টিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের অন্যতম জায়ান্ট সাইফ স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিং ১-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে।

ম্যাচের প্রথম থেকেই একক আধিপত্য বিস্তার করে খেলে সাইফ স্পোর্টিং। তবে আরামবাগের রক্ষণব্যুহ ভেদ করতে পারছিল না কিছুতেই। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল খরা কাটান বদলী ফরোয়ার্ড আরিফুর রহমান। সতীর্থের কাছ থেকে বল পেয়ে অসাধারণ শটে পরাস্ত করেন মতিঝিল পাড়ার ক্লাবটির গোলরক্ষক আবুল কাশেম মিলনকে (১-০)।  

জয়ে শুরু হলেও হেরে ফেডারেশন মিশন শেষ করল আরামবাগ। ভালো খেলার প্রত্যয়ে ভারত থেকে কোচ সুব্রত ব্যানার্জীকে এনেছিল তারা। কিন্তু তিন ম্যাচের একটিতে জিতেও বিদায় নিতে হলো আরামবাগকে। 

ব্রাদার্সকে ২-০ গোলে হারালেও টানা দু’ম্যাচে তারা হেরেছে। উত্তর বারিধারার কাছে ৩-২ গোলে এবং সাইফের কাছে ১-০ গোলে। 

এই গ্রুপ থেকে দু’ম্যাচ জিতে শেষ আটে জায়গা করে নিয়েছে উত্তর বারিধারাও। তিন ম্যাচেই হেরে বিদায় নেয়া আরেকটি দলের নাম ব্রাদার্স। টুর্নামেন্টে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি তারা।

এজেড/টিআইএস