প্রশ্নের উত্তর দেবেন সালাউদ্দিন
ছবি: সংগৃহীত
দুদিন পরই বিদায় নেবে ঘটনাবহুল বছর ২০২০। বাংলাদেশের ফুটবলেও ২০২০ বিশেষ একটি বছর। ২০২০ ফুটবলে সবচেয়ে আলোচিত ছিল বাফুফে নির্বাচন। করোনার কারণে ঘরোয়া ও আন্তর্জাতিক অনেক ম্যাচ স্থগিত ও বাতিল হয়েছে।
২০২০ সালের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমের মুখোমুখি হবেন। অনেক প্রশ্নের উত্তর দেবেন তিনি। ২০২০ সালের খতিয়ান টানার পাশাপাশি ২০২১ সালের পরিকল্পনাও জানাবেন।
বিজ্ঞাপন
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সভাপতি মহোদয় আমাদের এই বছরের সামগ্রিক কর্মকান্ড নিয়ে একটি সংবাদ সম্মেলন করবেন। এটি আগামীকাল (৩০ ডিসেম্বর) হতে পারে আবার বছরের শেষ দিনও হতে পারে।’
বাফুফে সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিন ১২ বছরের বেশি কাজ করছেন। এভাবে আনুষ্ঠানিকভাবে বছরের শেষে কখনো গণমাধ্যমের মুখোমুখি হননি। বাফুফে সূত্রে জানা গেছে, ইতোমধ্যে তাদের সফলতা ও বছর জুড়ে বিভিন্ন কর্মকাণ্ডের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
বিজ্ঞাপন
বাফুফে সভাপতির সঙ্গে বর্তমান নির্বাহী কমিটির আরও অনেকেই থাকবেন এই সংবাদ সম্মেলনে।
এজেড/এটি