বিশ্বকাপে খেলতে পারবেন না মেসিরা, হুমকি উয়েফার
ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে টালমাটাল পুরো বিশ্ব। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা আসে সোমবার সকালে। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদসহ ১২ ক্লাব এতে অংশ নেওয়ার কথাও জানানো হয়। এরপর বিকেলেই উয়েফা ঘোষণা দেয় ৩৬ দল নিয়ে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনের।
নতুন টুর্নামেন্টে খেলা ফুটবলররা ফিফা বা উয়েফা আয়োজিত কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না, এমন গুঞ্জন চলছিল আগে থেকেই। এবার উয়েফা প্রেসিডেন্ট আলেক্সেন্ডার ক্যাফেরিন নিশ্চিত করলেন সেটা।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘যেসব খেলোয়াড়রা সুপার লিগে খেলবে, তাদের বিশ্বকাপ ও ইউরো থেকে নিষিদ্ধ করা হবে। তারা তাদের জাতীয় দলে খেলার সুযোগও পাবে না।’
উয়েফা প্রেসিডেন্টস আরও বলেন, ‘আমি এর চেয়ে বেশি চাপ দিতে পারব না, যেটা উয়েফা ও পুরো ফুটবল বিশ্ব একতাবদ্ধ হয়ে এর বিরুদ্ধে দিচ্ছে। এটি কয়েকটি ক্লাবের স্বার্থপর প্রস্তাবনা ছাড়া কিছুই না, যেটা কেবল লোভে পড়ে করা হচ্ছে। আমরা সবাই এই অর্থহীন প্রস্তাবনার বিপক্ষে আছি।’
বিজ্ঞাপন
শীর্ষ ১২ ক্লাবের বিপক্ষে উয়েফার অবস্থান কেমন হয়, এটা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল অনেক। আপাতত মনে হচ্ছে এই ক্লাবগুলোর বিপক্ষে লড়াই করার পথেই এগোচ্ছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, টটেনহ্যাম, চেলসি, লিভারপুল, জুভেন্তাস, ইন্টার মিলান, এসি মিলান এই ক্লাবগুলো মিলে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়। ইউরোপীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, এর সঙ্গে প্রতিষ্ঠাতা ক্লাব হিসেবে যুক্ত হতে পারে আরও তিনটি ক্লাব।
এমএইচ