দারুণ বোলিং মুস্তাফিজের, নিলেন এক উইকেট
প্রথম ম্যাচে ছিলেন উইকেটশূন্য, দ্বিতীয় ম্যাচে নেন দুই উইকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচেও রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ বল করলেন মুস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিয়েছেন এক উইকেট। ৪ ওভারে দিয়েছেন ৩৭ রান।
চেন্নাই ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবার মুস্তাফিজকে আক্রমণে আনেন রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসান। ওই ওভারেই দলকে সাফল্য এনে দেন বাংলাদেশি পেস তারকা। ১৩ বলে ১০ রান করা ঋতুরাজ গায়কোয়াডকে ক্যাচ বানান শিভাম দুবের। ওই ওভারে মাত্র তিন রান দেন মুস্তাফিজ।
বিজ্ঞাপন
নিজের দ্বিতীয় ওভারে এসে অবশ্য খুব একটা ভালো করতে পারেননি তিনি। মঈন আলী তাকে হাঁকান চার ও ছক্কা, দুইটি ওয়াইড বলও করেন মুস্তাফিজ। ওই ওভারে ১৩ রান দেন তিনি।
এরপর আবার ইনিংসের ১৬তম ওভারে বল তুলে দেওয়া হয় মুস্তাফিজের হাতে। তার ওই ওভার থেকে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। ওই ওভারে তিনি দেন মাত্র ৬ রান।
বিজ্ঞাপন
এরপর ৪র্থ ওভার বল করতে ইনিংসের শেষ ওভারে আক্রমণে আসেন মুস্তাফিজ। এই ওভারে ১৫ রান দিলেও ভালো বল করেন মুস্তাফিজ। ওভারে হওয়া দুই রান আউটেই ছিল তার অবদান। সঙ্গে ইয়র্কার ও কাটারে আভাস মিলেছে পুরোনো মুস্তাফিজের ফিরে আসার।
এমএইচ/জেএস