কোহলির বেঙ্গালুরুকে ১৭৮ রানের লক্ষ্য দিলো মুস্তাফিজরা
আরও একবার ব্যর্থ হলেন জস বাটলার। সেঞ্চুরি করার পর নিজের সেই ‘স্বভাবসুলভ অধরাবাহিকতা’ ধরে রাখলেন সাঞ্জু স্যামসান। তবে শেষে এসে রাহুল তেওয়াতিয়া আর শিভাম দুবে ঝড়ে বেশ বড় সংগ্রহই পেয়েছে রাজস্থান রয়্যালস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে ১৭৮ রানের লক্ষ্য দিয়েছে মুস্তাফিজুর রহমানের দল।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাজস্থান। দলীয় ১৪ রানে ৮ বলে ৮ রান করে সাজঘরে ফেরত যান জস বাটলার। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হন তিনি। আরেক ওপেনার মানান ভোড়াও আউট হয়ে যান দ্রুতই।
বিজ্ঞাপন
কাইল জেমিনসনের বলে রিচার্ডসনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৯ বলে ৭ রান করেন তিনি। ব্যাটিংয়ে নেমে শুরুতে ভালো কিছুর আভাস দিলেও ইনিংস লম্বা করতে পারেননি অধিনায়ক স্যামসানও। ২ চার ও ১ ছক্কায় ১৮ বলে ২১ রান করে আউট হয়ে যান তিনি।
কোনো রান না করে আউট হয়ে যান ডেভিড মিলারও। এরপর রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে বিপদ সামলান শিভাম দুবে। ৪ চারে ১৬ বলে ২৫ রান করেন পরাগ। আর ৩২ বলে ৪৬ রান আসে দুভের ব্যাট থেকে। শেষদিকে ৪ চার ও ২ ছক্কায় ২৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন রাহুল তেওয়াতিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রানে থামে রাজস্থানের ইনিংস।
বিজ্ঞাপন
এমএইচ