পাকিস্তানি ক্রিকেটারদের বিশ্রাম না চাওয়ার কারণ বললেন নাসিম
ইনজুরির কারণে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ’র। এশিয়া কাপের মাঝপথে ছিটকে যাওয়া তরুণ এই ক্রিকেটার মাঠে ফিরেছেন চলমান পিএসএল আসর দিয়ে। সেখানে খেলার মাঝেই তিনি পাকিস্তানি ক্রিকেটারদের অজানা এক ভয়ের কথা সামনে আনলেন। জাতীয় দলের জায়গা হারানোর শঙ্কায় পেসাররা বিশ্রাম নিতে চান না বলে জানিয়েছেন নাসিম শাহ।
নিজ দেশের ক্রিকেট সংস্কৃতির কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন তরুণ পেসার। দেশটির সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জাতীয় দলের ক্রিকেটারদের তুমুল প্রতিযোগিতা করে টিকে থাকার কথা জানান। তার দাবি— নতুন করে দলে ঢোকা ক্রিকেটাররা দুই–এক ম্যাচ ভালো করলেই, বাইরে থাকা ক্রিকেটাররা ছিটকে যাওয়ার ঝুঁকিতে থাকেন। সে কারণে অনেক সময় অস্বস্তি থাকা সত্ত্বেও ক্রিকেটাররা বিশ্রাম না নিয়ে টানা খেলে যান।
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে নাসিম শাহ বলেন, ‘আমি মনে করি দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের পরিস্থিতিটা ভিন্ন। এখানে যদি কোনো নতুন ক্রিকেটার এক ম্যাচে পারফর্ম করে, প্রধান বোলারও একাদশে তার জায়গা থাকবে কিনা এই শঙ্কায় থাকে। এমনকি তারা পরের ম্যাচের সুযোগ পেলে তাতে কিছুটা অবাকই হয়। আর এই শঙ্কা ক্রিকেটারদের বিশ্রামে যেতে দেয় না, কারণ একবার বিশ্রাম চাইলে সেই বিশ্রামেই সারাজীবন কেটে যেতে পারে!’
তিনি আরও বলেন, ‘এখানে এমনও সংস্কৃতি আছে যে কোনো ক্রিকেটার যদি বলে– আমার শরীর শতভাগ ফিট নয় বা আমি ক্লান্ত, তখন জাতীয় দলের প্রতি তাদের নিবেদন নিয়ে অনেক আলোচনা শুরু হবে। এমনকি অন্য খেলোয়াড়রা আপনাকে নিয়ে কথা বললেও, আপনি স্বেচ্ছায় বিশ্রাম নিতে চাইবেন না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
আর এভাবে জাতীয় দলের ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টও ঠিক থাকে না বলে মত নাসিম শাহের। সে কারণে তিনি একটি পরামর্শও দিয়েছেন দেশটির ক্রিকেটের নীতি–নির্ধারকদের প্রতি। তার চাওয়া– ফিজিও বা বোলিং কোচরা যেন নির্দিষ্ট টুর্নামেন্ট বা সিরিজ চলাকালে ঠিক করে দেন যে, ক্রিকেটাররা কত ম্যাচ খেলবেন। নাসিম বলেন, ‘বিষয়টি (টানা খেলে যাওয়া) এড়ানো যেত যদি বোলিং কোচ ও ফিজিও সিরিজ শুরুর আগে ম্যাচ খেলার সংখ্যা নির্ধারণ করে দিতেন। এটি ভালো হতো, কিন্তু তা আমাদের সংস্কৃতিতে নেই।’
— Cricket Pakistan (@cricketpakcompk) March 7, 2024
গত বছরের অক্টোবরে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন নাসিম। যা তাকে বিশ্বকাপ এবং পরবর্তী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের পাকিস্তান দল থেকে ছিটকে দিয়েছে। পাঁচ মাসের বিরতির পর অবশেষে তিনি ফিরেছেন পিএসএলে। যেখানে তিনি খেলছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন নাসিম।
এএইচএস