চলতি বছরের শুরুটা মোটেও ভালো ছিল না নাজমুল হোসেন শান্তর। সবশেষ বিপিএলে ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন এই ব্যাটার। পুরো আসরে এমনকি একটা ছক্কার দেখাও পাওয়া যায়নি তার ব্যাট থেকে। এমন ফর্মহীনতার মাঝে কেন তাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছিল জোরেশোরে। তবে সমালোচনার মুখেই লংকানদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জিতিয়েছিলেন শান্ত। 

এরপর টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচে খুব বড় কিছু করতে না পারলেও ওয়ানডেতে এসে আবার নিজের কারিশমা দেখালেন নাজমুল শান্ত। নির্বাচক কিংবা বিসিবির আস্থা কেন তার প্রতি, সেটাই যেন প্রমাণ করলেন গতকাল বুধবার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে শান্ত খেলেছেন ক্যারিয়ার সেরা এক ইনিংস। 

ম্যাচটা শেষ করেছেন অপরাজিত থেকে। মুশফিকের সঙ্গে ছিল ১৬৫ রানের অসাধারণ এক ইনিংস। পরে সেই পার্টনার মুশফিকই বললেন, বিপিএলে রান না পেলেও শান্তকে নিয়ে সংশয় ছিল না অভিজ্ঞ এই উইকেটরক্ষকের মনে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্তকে নিয়ে মুশফিক বলেন, ‘দেখুন বিপিএল এক ফরম্যাট এটা আরেক ফরম্যাট। কিছু কিছু মানুষ যখন দায়িত্ব বেশি থাকে তখন সেরাটা খেলে। ও এরকম মানসিকতার একজন ছেলে, ওর কাছে যত বেশি দায়িত্ব থাকে এটাকে তত চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং ওভাবে পারফর্ম করে। ও জাতীয় দলে রান করা শুরু করবে এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ছিলাম।’ 

শান্তর প্রশংসা করতে গিয়ে মুশফিক টেনে আনলেন বড় ইনিংস খেলার সামর্থ্যের কথা, ‘শান্ত এর চেয়েও সাবলীল, আরও দাপট নিয়ে খেলে। এখনও অনেক কিছু বাকি। সে আরও ভালো ক্রিকেট খেলে। পরিবর্তন যেটা- আগে ভালো শুরু পেলে ৫০-৬০ রান করত এখন বড় ইনিংস খেলছে, দলকে জেতাচ্ছে।’ 

দলের জন্য শান্তর নিবেদন নিয়েও আলাদা করে কথা বলেছেন মুশফিক, ‘আজ দেখুন, একশ করার পরের বলে যেভাবে মিড অনে অনায়াসে একটা সিঙ্গেল বের করেছে এটাই প্রমাণ করে সে দলের জন্য কত চিন্তা করে। গুরুত্বপূর্ণ সময়ে বারবার বলছিল, আমরা যেন ২০-৩০ রান করে হলেও অবদান রাখি, কাউকে যেন সুযোগ না দেই। কারণ ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে।’

এসএইচ/জেএ