আন্তর্জাতিক টি-টোয়েন্টি কিংবা ফ্যাঞ্চাইজি লিগ সব জায়গায়ই ব্যাট হাতে ধারবাহিক জস বাটলার। দলের প্রয়োজনে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে পারেন। সবমিলিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য কার্যকরী একজন ওপেনার তিনি। কুমার সাঙ্গাকারার মতে, টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা ওপেনার বাটলার।

গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। বেঙ্গালুরুর দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই ইয়াশভি জয়সওয়ালকে হারায় রাজস্থান। তবে এরপর সাঞ্জু স্যামসনকে নিয়ে বড় জুটি গড়েন বাটলার। 

শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পেয়েছেন বাটলার। তার দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই ম্যাচ জিতেছে রাজস্থান। ম্যাচ শেষে রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট সাঙ্গাকারা বললেন, তাদের ভরসার কমতি ছিল না অভিজ্ঞ বাটলারের ওপর।

তিনি বলেন, 'সবার সঙ্গেই কখনও না কখনও আলোচনার প্রয়োজন পড়ে। তবে আলোচনা মানেই সবসময় ক্রিকেট নিয়ে বা টেকনিক নিয়ে কিংবা এই ধরনের কিছু নিয়ে নয়। ফর্মের ব্যাপারটি অনেকটাই হলো আসলে মানসিক অবস্থা।'

'সাদা বলে বিশ্ব ক্রিকেটের সেরা ওপেনার জস এবং অনেক বছর ধরেই (সেরা হয়ে) আছে। সে খুবই স্মার্ট, খুব ভালো করেই জানে কীভাবে কী করতে হয়। আর কখনও কখনও আশপাশের আলোচনা এড়িয়ে তাকে নিজের মতো থাকতে দিতে হয়। জসের ক্ষেত্রে সবকিছুরই ভালো সমন্বয় ছিল আমাদের।'

এইচজেএস