এবারের আইপিএলটা বেশ ভালোই কাটছে দিল্লি ক্যাপিটালসের। নিজেদের প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে তারা। টানা জয়ের পর এক ম্যাচ হেরে পাঁচ ম্যাচের চারটিতে জিতে তৃতীয় স্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পান্ত। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বেঙ্গালুরু। নবদ্বীপ সাইনির পরিবর্তে একাদশে জায়গা ফিরে পেয়েছেন রজত পাতিদার। 

এছাড়া ড্যানিয়েল শামস একাদশে জায়গা করে নিয়েছেন ড্যান ক্রিস্টিয়ানের জায়গা। করোনার কারণে আইপিএল থেকে রবীচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে বিরতি নেওয়ায় দিল্লি একাদশে নিয়েছে পেসার ইশান্ত শর্মাকে। 

দিল্লি ক্যাপিটালস একাদশ :

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত, স্টিভেন স্মিথ, শিমরন হেটমায়ার, মার্কোস স্টয়নিস, অক্ষর প্যাটেল, অমিত মিশ্রা, কাগিসো রাবাদা, ইশান্ত শার্মা, আবেশ খান। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু :

বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাড্ডিকেল, রাজাত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবিডি ভিলির্য়াস, ওয়াশিংটন সুন্দর, ড্যানিয়েল শামস, কাইল জেমিসন, হার্শাল প্যাটেল, ইউজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ।

এমএইচ