আড়াইশ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে কোচ আনল বায়ার্ন
আরবি লাইপজিগকে নিয়ে গত মৌসুমেই পেয়েছেন বড় সাফল্য। এক মৌসুম পরই তাকে কোচ করে নিয়ে আসল বায়ার্ন মিউনিখ। তবে আনতে গিয়ে লাইপজিগকে দিতে হলো আড়াই কোটি ইউরো ক্ষতিপূরণ, বাংলাদেশি টাকায় যা আড়াশ কোটি। এতে ইতিহাসের সবচেয়ে দামী কোচ হয়ে গেছেন নাগেলসম্যান।
জোয়াকিম লোর উত্তরসূরি হিসেবে জার্মানির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে বায়ার্নের বর্তমান কোচ হেনসি ফ্লিকের। যে কারণে চলতি মৌসুম শেষেই বায়ার্ন ছাড়বেন তিনি। নতুন কোচ নিয়োগ দিতে খুব বেশি সময় ব্যয় করল না চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
বিজ্ঞাপন
মাত্র ২৮ বছর বয়সে হফেনহেইমের দায়িত্ব নিয়ে ইতিহাসের সর্বকনিষ্ঠ কোচ হন নাগেলসম্যান। ২০১৯ সালে লাইপজিগের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে এনে দেন বড় সাফল্য। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে খেলার পাশাপাশি বুন্দেস লিগায় দলকে তৃতীয় করেন তিনি।
এমএইচ/এটি
বিজ্ঞাপন