চলমান লকডাউনে স্থবির দেশের ক্রীড়াঙ্গন। ফুটবল, ক্রিকেট বাদে দেশের অন্য ডিসিপ্লিনগুলোর ক্রীড়াবিদদের সেই অর্থে আর্থিক স্বচ্ছলতা নেই। বিশেষ করে ‘মাদার অফ অল স্পোর্টস’ অ্যাথলেটিক্সে সার্ভিসেস বাহিনীর বাইরে থাকা অ্যাথলেটদের দিন এনে দিন ফুরানোর মতো অবস্থা। 

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন চলমান লকডাউনে অসহায় অ্যাথলেটদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু এই প্রসঙ্গে বলেন, ‘গতবারের মতো আমরা এইবারও এ রকম উদ্যোগ নিয়েছি। আশা করি অ্যাথলেটিক্স পরিবার সবাই সবার পাশে থাকবে। ইতোমধ্যে অনেকে যার যার সামর্থ্য মতো অনুদান দেয়া শুরু করেছেন।’ 

এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার টাকার মতো উঠেছে। এই উদ্যোগের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, ‘সার্ভিসেস বাহিনীর বাইরে অনেক অ্যাথলেট অন্য কাজ করতে হয় জীবিকার তাগিদে। লকডাউনের জন্য সেই কাজ বন্ধ। আবার অনেক সাবেক অ্যাথলেট পরিবার চালান কষ্ট করে তাদেরও লকডাউনে জীবিকায় আঘাত পড়েছে। এজন্য গতবারের মতো এইবারও এই উদ্যোগ নেয়া হয়েছে।’ 

গত বছর করোনার সময় প্রায় ১৫ লাখ টাকার মতো উঠেছিল। বিদেশ থেকে সাবেক অ্যাথলেটরাও এই দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। এবার অবশ্য খুব বেশি লক্ষ্য নির্ধারণ নেই ,‘সপ্তাহ খানেক হলো শুরু এই বারের প্রক্রিয়া। মোটামুটি সাড়া পাচ্ছি। গতবার অনেককে দেয়া হলেও এবার আমাদের পরিকল্পনা যারা খুবই কষ্টের মধ্যে আছে শুধু তাদেরই দেয়া।’ -বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। 

অ্যাথলেটিক্স ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু এই বিষয়টি পরিচালনা করছেন। গতবার তাদের এই উদ্যোগে অনেক অ্যাথলেট পরিবার উপকৃত হয়েছিল।

এজেড/এটি