সিরিজের প্রথম টেস্টটা শেষ হয়েছে নিষ্প্রাণ ড্রয়ে, যা আবার শ্রীলঙ্কার মাটিতে ২৮ টেস্ট পর প্রথম ড্র। সেই টেস্টের পর আজ দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। পাল্লেকেলেতে চলমান এই টেস্টের সর্বশেষ খবর জানাচ্ছে ঢাকা পোস্ট

শরিফুলই একমাত্র

শরিফুল ইসলামের প্রথম টেস্ট উইকেটটাই হয়ে থাকল বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের একমাত্র উইকেট। সারাদিনে লঙ্কানদের একটি উইকেটই নিতে পেরেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম আউট করেছিলেন ১১৮ রান করা করুনারত্নেকে।

স্কোর:  শ্রীলঙ্কা ৯০ ওভারে ২৯১/১ (থিরিমান্নে ১৩১*, ওশাডা ৪০*) #প্রথম দিন শেষে

থিরিমান্নের সেঞ্চুরি 

ইনিংসের শুরু থেকেই ভোগাচ্ছিলেন বাংলাদেশের বোলারদের। তাদের দুজনের ব্যাটে শ্রীলঙ্কা ছুটছে বড় রানের পথে। করুনারত্নের পথে হাঁটলেন লাহিরু থিরিমান্নেও। তুলে নিলেন সেঞ্চুরি।

স্কোর : ২৩৩-১ (ওভার ৭২ ওভার)

শরিফুলের প্রথম টেস্ট উইকেট

টেস্ট অভিষেকটা যেকোনো ক্রিকেটারের জন্যই বিশেষ কিছু। শরিফুলের জন্যও নিশ্চয়ই ব্যতিক্রম নয়। তার জন্য ম্যাচটা বিশেষ হয়ে থাকল আরও একটি কারণে। টেস্টে তার প্রথম উইকেট যে সেঞ্চুরিয়ান করুনারত্নে। দল যখন ধুঁকছে, তখন তিনিই এনে দিয়েছেন প্রথম সাফল্য। ১১৮ রান করে লিটন দাসের হাতে ক্যাচ ‍তুলে দিয়ে আউট হয়েছেন করুনারত্নে।

স্কোর : ২১৩-১ (৬৫ ওভার)

করুনারত্নের সেঞ্চুরি

এই করুনারত্নেকে ফিরিয়ে দেওয়া যেত সেই কখন! যদি তাসকিনের বলে শান্ত তার ক্যাচটা না ফেলতেন। তা হয়নি; জীবন ফিরে পেয়ে করুনারত্নেও সুযোগটাকে কাজে লাগিয়েছেন দারুণভাবে। তুলে নিয়েছেন সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরিটাও। তাতে হতাশার পাল্লাটাও ক্রমে ভারি হচ্ছে বাংলাদেশের।

শ্রীলঙ্কা ১৮২-০

থিরিমান্নেরও ফিফটি

প্রথম টেস্টে শতকের দেখা পেয়েছিলেন তিনিও। দ্বিতীয় টেস্টেও তার ব্যাট শাসন করছে বাংলাদেশি বোলারদের। ১০৩ বলে তুলে নিয়েছেন ব্যক্তিগত ফিফটি।

শ্রীলঙ্কা ১১৩-০

করুনারত্নের অর্ধশতক

প্রথম টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন, সে ফর্মটাকে এখানেও টেনে এনেছেন দিমুথ করুনারত্নে। দ্বিতীয় টেস্টেও পেলেন অর্ধশতকের দেখা, ১১১ বলে করেছেন ৫১ রান।

শ্রীলঙ্কা ১০১-০

প্রথম সেশনে উইকেটহীন বাংলাদেশ

শুরু থেকেই বোলিংটা বেশ ভালো হয়েছে বোলারদের। সুযোগও তৈরি হচ্ছে। কিন্তু সুযোগ সৃষ্টি করলে তো সেটা কাজেও লাগাতে হয়। সেটাই পারেনি বাংলাদেশ। দিনের ২১তম ওভারে তাসকিনের বলে করুনারত্নের ক্যাচ যেমন হাতছাড়া করেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে পরেও সুযোগ এসেছে, কিন্তু প্রত্যেকবারই দুর্ভাগ্য তাড়া করে ফিরেছে বাংলাদেশকে। ফলে শুরুর সেশনে বোলিং ভালো করলেও প্রাপ্য উইকেটের দেখা আর পায়নি।

পাঁচ হাজারি ক্লাবে করুনারত্নে

দিনের শুরু থেকেই বেশ আঁটসাঁট বোলিং করছে বাংলাদেশ। তাই লঙ্কান দুই উদ্বোধনী ব্যাটার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নেকে এগোতে হচ্ছে বেশ রয়ে সয়ে।

করুনারত্নে অবশ্য এরই মধ্যে একটা মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। দশম শ্রীলঙ্কান ব্যাটার হিসেবে ছুঁয়ে ফেলেছেন ৫০০০ টেস্ট রানের মাইলফলক।

লঙ্কানদের দুই পরিবর্তন

স্বাগতিক দলে পরিবর্তন আছে দুটো। ওয়ানিন্দু হাসরাঙ্গার বদলে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমার। আর লাহিরু কুমারার জায়গায় বাড়তি স্পিনার হিসেবে নিয়েছে অফ স্পিনার রমেশ মেন্ডিসকে। 

শ্রীলঙ্কা দল:

দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্দো ও প্রবীন জয়াবিক্রমা।

অভিষেক হলো শরীফুলের

পেস আক্রমণে বৈচিত্র্য আনতে পরিবর্তন এসেছে একটা। পেসার এবাদত হোসেনের জায়গায় অভিষেক হয়েছে শরীফুলের। এ ছাড়া বাংলাদেশ দলে আর কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুক হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও আবু জায়েদ।

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং করেছিল বাংলাদেশ। তবে এবারও অধিনায়কের টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তটা বদলায়নি। শুধুমাত্র অধিনায়ক বদলে গেছে এই যা। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে টসে জিতে নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।