ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন ডাইরেক্ট ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন কাজী ফিরোজ রশীদ এমপি। আজ (বুধবার) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগে ডাইরেক্টর ইনচার্জ ছিলেন লোকমান হোসেন ভূঁইয়া। যিনি ক্যাসিনো কান্ডে জড়িত থাকার অভিযোগে জেলে ছিলেন। 

পরিচালকদের মধ্যে থেকে একজনকে ডাইরেক্টর ইনচার্জের দায়িত্ব দেয়া হয়। যিনি মূলত ক্লাবের সব বিষয় প্রত্যক্ষভাবে পরিচালনা করেন। ক্যাসিনো কান্ডের পর ক্লাব সংশ্লিষ্ট অনেকেই পরিচালকদের মধ্যে থেকে ডাইরেক্টর ইনচার্জ মনোনীত করার পরিবর্তে বেতনভুক্ত সিইও নিয়োগের ব্যাপারে আলোচনা করেছিলেন। শেষ পর্যন্ত নতুন পরিচালনা পর্ষদ আগের নিয়মে পরিচালকদের মধ্যে থেকেই ডাইরেক্টর ইনচার্জ মনোনীত করেছে। জাতীয় সংসদ সদস্য ক্লাবের সাংগঠনিক বিষয়ে সামনে কতটুকু সময় দেন সেটা অবশ্য দেখার বিষয়। 

আজ পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভায় ডাইরেক্টর ইনচার্জ ছাড়াও ডাইরেক্টর ফিন্যান্সও মনোনীত হয়েছে। গত মেয়াদের মতো এই মেয়াদও পরিচালনা পর্ষদ কবীর ভূঁইয়ার উপর আস্থা রেখেছে। এছাড়া ফুটবল ও ক্রিকেট কমিটি গঠন হয়েছে। আগের সভায় জনপ্রিয় এই দুই খেলার শুধু চেয়ারম্যান মনোনীত করা হয়েছিল। দুই চেয়ারম্যান পূর্ণাঙ্গ কমিটি বোর্ড সভায় পেশ করলে ফুটবল ও ক্রিকেট কমিটি অনুমোদিত হয়। 

ফুটবল কমিটির সেক্রেটারি করা হয়েছে আবু হাসান চৌধুরী প্রিন্সকে ও ক্রিকেট কমিটির সেক্রেটারি সাবেক ক্রিকেটার সেলিম শাহেদকে। দুই কমিটির বাইরে ট্যাকনিক্যাল কমিটি করা হয়েছে দুই খেলাতেই। সাবেক তারকা ফুটবলার ও ক্রিকেটাররা রয়েছেন এই কমিটিতে। 

ক্লাবের অন্যতম পরিচালক হানিফ ভূঁইয়া বলেন, 'আজ ক্লাবের সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি মহিলা উইংয়ের প্রধান করা পরিচালক খুজিস্তা নাহরীনকে। উনি মহিলা ফুটবল, ক্রিকেট সহ যাবতীয় বিষয় দেখবেন। ফুটবল ও ক্রিকেটে পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি করা হয়েছে।'

দেশের জনপ্রিয় খেলা হকি। ঈদের পর দলবদল হতে পারে। হকি কমিটি নিয়ে হানিফ বলেন, 'আমাদের সভাপতি মহোদয় নিজে হকি খেলেছেন। হকির কমিটির ব্যাপারে উনি নিজেই দেখছেন।'

মোহামেডান ক্লাবকে পুরনো গৌরবের জায়গায় ফিরিয়ে নিতে নতুন পরিচালনা পর্ষদের এই প্রয়াস কতটুকু সফল হয় সেটাই দেখার বিষয়। 

এজেড/টিআইএস