ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে সমালোচনা চলছেই। মৃত্যুপুরী হয়ে উঠা ভারতে ২০ ওভারের এই বিনোদন ক্রিকেট অনেকের কাছেই এখন বিরক্তিকর। অনেক ক্রিকেটারই সরে দাঁড়িয়েছেন এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে। প্রকাশ্যে সমালোচনা মুখর তারা। কারণটাও অবশ্য সংগত। ভারত জুড়ে যেখানে করোনা সঙ্কট তীব্র, হাহাকার চলছে অক্সিজেনের সেখানেই কীনা চলছে আইপিএল।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। মহামারি শুরুর পর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যায় এটি ভারতে রেকর্ড। করোনার মতো অতিমারি যখন জাতীয় বিপর্যয় নিয়ে এসেছে তখনো বন্ধ হচ্ছে না মাঠের ক্রিকেট। 

এ কারণেই শুধু ক্রিকেট জগত নয়, অন্য খেলার আন্তর্জাতিক তারকারাও সরব হচ্ছেন। এই যেমন এখন সমালোচনায় মুখর হলেন ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা গ্যারি লিনেকার। টুইটারে লিখলেন, ‘দেখুন, আমি নিজেও আইপিএল দেখতে ভালবাসি। কিন্তু করোনা বিপর্যয়ের মধ্যে তা চালিয়ে যাওয়াটা ঘোর অন্যায় হচ্ছে। রানের চেয়েও দ্রুতগতিতে মানুষ প্রাণ হারাচ্ছেন, এখন কেন আইপিএল?’

এরইমধ্যে আইপিএল ছেড়েছেন তিন অস্ট্রেলীয় ক্রিকেটার। ক্রিস লিনের মতো কেউ দাবি করেছেন, চার্টার্ড ফ্লাইটে তাদের ফেরানোর ব্যবস্থা করা হোক। অবশ্য ভারতীয় বোর্ডের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে করোনার এই কঠিন মুহূর্তে ক্রিকেট খেলা নাকি স্বস্তি ফেরাবে মানুষের মনে। বিপর্যয় থেকে মানুষের মনকে স্বস্তি দেবে। তবে এটা তো স্পষ্ট বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি এড়াতেই আইপিএল বন্ধ করছে না বোর্ড। 

অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা দেশে ফিরে কাঠগড়ায় দাঁড় করালেন আইপিএল কর্তৃপক্ষকে। তার প্রশ্ন, ‘একজন ব্যাক্তি যার প্রিয়জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সে ব্যাক্তি যখন তার প্রিয়জনকে মৃত্যুশয্যায় দেখতে পাচ্ছে, তার কাছে কি তখন ক্রিকেট খুব প্রয়োজন? সেকি তখন ক্রিকেট দেখে নিজের দুঃখ ভুলতে পারবে? সে কি তখন আইপিএল দেখে আনন্দ করতে পারবে? এ মুহূর্তে আইপিএল কতটা গুরুত্বপূর্ণ!’

যতোই সমালোচনা হোক আইপিএল বন্ধের ইঙ্গিত মিলছে না। আইপিএলের জৈব সুরক্ষা বলয়কে আরও বেশি মজবুত করা নিয়ে চিন্তা করে যাচ্ছেন আয়োজকরা।

এটি/এনইউ