শূন্যতে আউট নারিন, রাসেলের ব্যাটে দেড়শ ছাড়াল কলকাতা
বেশ ভালো শুরু পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী ব্যাটসম্যান নিতিশ রানা দ্রুত সাজঘরে ফিরলেও ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছিল শুভমন গিলের ব্যাট। তবে তার বিদায়ের পরই কেমন ছন্দপতন। তবে শেষদিকে আন্দ্রে রাসেলের কল্যাণে ১৫০ ছাড়ায় কলকাতার ইনিংস।
বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পান্ত। ১ চার ও ছক্কায় ১২ বলে ১৫ রান করে সাজঘরে ফেরত যান কলকাতার ওপেনার নিতিশ রানা। এরপর রাহুল ত্রিপাটির সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন আরেক ওপেনার শুভমন গিল।
বিজ্ঞাপন
২ চারে ১৭ বলে ১৯ রান করে আউট হন রাহুল। এই জুটি ভাঙার পর হঠাৎই ছন্দপতন ঘটে কলকাতার। সাকিব আল হাসানের জায়গায় সুযোগ পাওয়া সুনীল নারিন ও কলকাতা অধিনায়ক ইয়ন মরগান দুজনেই আউট হন শূন্য রানে।
শুভমন গিলও নিজের ইনিংসকে খুব বেশি লম্বা করতে পারেননি। ৩ চার ও ১ ছক্কায় ৩৮ বলে ৪৩ রান করে আবেশ খানের বলে আউট হন তিনি। তার বিদায়ের পর ইনিংসের হাল ধরেন রাসেল।
বিজ্ঞাপন
শুরুতে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও পরে ঠিকই নিজের ছন্দে ফেরেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২ চার ও ৪ ছক্কায় ২৭ বলে ৪৫ রান করেন রাসেল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে কলকাতার ইনিংস। দিল্লির পক্ষে ৪ ওভারে ৩২ রান দিয়ে দুই উইকেট নেন অক্ষর প্যাটেল।
এমএইচ