দিনের শুরুতে বাংলাদেশকে স্বস্তির উইকেটটি পাইয়ে দেন তাসকিন/এসএলসি

২৯১ রান নিয়ে আজ (শুক্রবার) দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। আগের দিনের ১৩১ রান নিয়ে অপরাজিত ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে আজ সুবিধা করতে দেননি তাসকিন আহমেদ। ইনিংসের ১০৫তম ওভারে ফেরান ১৪০ রানে। ওই ওভারে আরো একটি সাফল্য পেতে পারতেন তাসকিন। লঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস যে আউট ছিলেন, সেটি বুঝতেই পারেনি টাইগাররা।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে আজ ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৪৩ রান যোগ করে শ্রীলঙ্কা। সবে মিলিয়ে ৪ উইকেটে ৩৩৪ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে স্বাগতিকরা। ওশাদা ফার্নান্দো ৬৫ এবং পাথুম নিশাঙ্কা শূন্য রানে অপরাজিত থেকে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।

‘সময় সব সময় আসে না।’ শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের ভেন্যু ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের যে চরিত্র, তাতে কথাটি আরো ভালোভাবে অনুধাবন করার কথা বাংলাদেশ দলের। কিন্তু সুযোগ পেয়েও সেটি নষ্ট করলেন তাসকিন, লিটনরা। সুযোগ যে এসেছিল, সেটি বুঝতেই পারেননি তারা।

এই উইকেট ব্যাটসম্যানদের জন্য ভূস্বর্গ, যেখানে বোলারদের জন্য কিছুই নেই। তবুও গতি আর আগ্রাসনে আলাদাকরে নজর কাড়েন তাসকিন। ধারাবাহিক লাইন-লেংথে লঙ্কান ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলেন এই ডানহাতি পেসার। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বল হাতে আলো ছড়ালেও কাঙ্ক্ষিত উইকেটের দেখা পাননি। দ্বিতীয় দিনের সকালেই সে আক্ষেপ ঘুচেছে তাসকিনের।

আজ থিরিমান্নে ১৩১ ও ফার্নান্দো ৪০ রানে অপরাজিত থেকে আবার ব্যাটিং শুরু করেন। থিরিমান্নের ইনিংসটাকে বেশি বাড়তে দেননি তাসকিন। দিনের ১৫তম ও ইনিংসের ১০৫তম ওভারে লিটনের হাতে ক্যাচ বানিয়ে থিরিমান্নেকে ফেরান এই পেসার। থিরিমান্নে ১৪০ রানে আউট হলে উইকেটে আসেন ম্যাথিউস। দুই বল বাদে তিনিও ক্যাচ দেন লিটনের হাতে। তবে সেটি বুঝতেই পারেননি তাসকিন-লিটনরা। না হলে সেই ওভারে আরো একটি উইকেট পেতো বাংলাদেশ দল।

সে আক্ষেপ অবশ্য খুব দীর্ঘ হয়নি তাসকিনের, ইনিংসের ১০৯তম ওভারে আবার লিটনের হাতেই ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন ৫ রানে থাকা ম্যাথিউসকে। খানিক পর ধনঞ্জয়া ডি সিলভার উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এ সাজঘরের পথ ধরেন মাত্র ২ রান করে। মাঝে অবশ্য ব্যক্তিগত ফিফটির দেখা পান ফার্নান্দো। দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করেন ৬৫ রানে অপরাজিত থেকে। ৪ উইকেট হারানো শ্রীলঙ্কা দলের সংগ্রহ ৩৩৪ রান।

টিআইএস