সাইফ-মোহামেডান দ্বৈরথ রোববার
ওয়ালটন ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রোববার মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল চারটায়। বেসরকারি টেলিভিশন টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
সাইফ স্পোর্টিং গ্রুপ পর্বে বি গ্রুপে ছিল। গ্রুপে চার দল থাকায় সাইফকে তিন ম্যাচ খেলতে হয়েছে। তিন ম্যাচেই জিতেছে সাইফ স্পোর্টিং। তিন ম্যাচ খেলায় নিজেদের কিছুটা এগিয়ে রাখছেন সাইফের সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু।
তিনি বলেন,‘আমাদের অনুশীলন শুরু হয়েছে অনেক দিন থেকে। কোয়ার্টারে অন্য দলগুলোর তুলনায় আমাদের গ্রুপে একটি ম্যাচ বেশি হয়েছে। এটা কিছুটা এগিয়ে রাখবে।’
বিজ্ঞাপন
দুই মাসের বেশি অনুশীলন, কয়েকটি প্রস্তুতি ম্যাচের পর গ্রুপে তিন ম্যাচ। ক্লান্তির কোনো কিছু দেখছেন না এই কোচ,‘আমাদের ফুটবলাররা সম্পূর্ণ ফিট রয়েছে। তারা ভালো কিছুই করবে। আমরা মৌসুমে জয় যাত্রা অব্যাহত রাখতে চাই।’
প্রাক মৌসুমে অনুশীলন ম্যাচে সাইফ স্পোর্টিং ৩-১ গোলে ঢাকা মোহামেডানকে হারিয়েছিল। কাগজে কলমেও মোহামেডান সাইফের চেয়ে কিছুটা পিছিয়ে। তবে এ নিয়ে চিন্তিত নন মোহামেডানের বৃটিশ কোচ শেন লী।
বিজ্ঞাপন
তিনি,‘প্রস্তুতি ম্যাচ ফল ভিন্ন রকম হতেই পারে। আমাদের দল এখন এক মাসের আগের চেয়ে অনেক গোছালো। গ্রুপে মৌসুমের অন্যতম শক্তিশালী দল ঢাকা আবাহনীর বিরুদ্ধে খেলেছি। সেই ম্যাচের ভুলগুলো শুধরে এই ম্যাচে নিজেদের সেরাটা দেব। ’
এজেড/ এমএইচ