সাকিব আল হাসানকে অন্তমুর্খী হিসেবেই চেনেন ভক্তরা। কিন্তু সেই মানুষটিও যে এমন প্রাণবন্ত আর ‘দুষ্টু’ সেটি আবিস্কার করল ইএসপিএন-ক্রিকইনফো। মজার সব প্রশ্নের মুখে দাঁড়িয়ে মিষ্টি মধুর স্মৃতির ঝাঁপি খুলে বসলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। সাকিবের চটপটে উত্তরে দারুণ উপভোগ্য মজার সাক্ষাৎকারটিতে চলুন চোখ বুলিয়ে নেই-

ক্রিকইনফো: তামিম ইকবাল ও মাশরাফি মুর্তজার মাঝে তাকিয়ে থাকার প্রতিযোগিতায় কে জিতবেন?

সাকিব আল হাসান: তামিম ইকবাল।

একবারে কতগুলো ফুচকা খেতে পারবেন?

সাকিব আল হাসান: আমার সামনে যতগুলো থাকে, আমি একশটাও খেতে পারব।

সাঈদ আনওয়ারের মতো ব্যাটিং নাকি ওয়াসিম আকরামের মতো বোলিং, কোনটা আপনার বেশি প্রিয় ছিল?

সাকিব আল হাসান: দুটোই।

ঢাকার জ্যাম, নাকি কলকাতার জ্যাম? কোনটা বেশি খারাপ?

সাকিব আল হাসান: ঢাকা। কারণ ঢাকায় আমার এখানে সেখানে যেতেই হয়, ঘর থেকে বাইরেই বেশি থাকা হয়, আর জ্যামে অনেক সময় চলে যায়। কিন্তু কলকাতায় আমি যাচ্ছি মাঠ থেকে হোটেলে, হোটেল থেকে মাঠে, যেখানে আমাদের সবসময় এসকোর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে তেমন জ্যামের মুখোমুখি হইনি।

ফোনের কোন অ্যাপটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন?

সাকিব আল হাসান: ইউটিউব।

এখানের কোন বিরিয়ানিগুলো আপনি কখনোই খেতে চাইবেন না? চকলেট বিরিয়ানি, স্ট্রবেরি বিরিয়ানি, রসগোল্লা বিরিয়ানি?

সাকিব আল হাসান: কোনোটাই না।

বাংলাদেশ দলের ওয়াটস্যাপ গ্রুপে কে বেশি ইমোজি ব্যবহার করেন?

সাকিব আল হাসান: আমি।

কোন ইমোজিটা বেশি পছন্দের? 

সাকিব আল হাসান: স্মাইলি।

মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম ইকবাল-এদের মধ্যে কাকে ১০০ মিটার স্প্রিন্টে হারাতে পারবেন?

সাকিব আল হাসান: কঠিন প্রতিযোগিতা হবে, তবে আমি মনে করি আমি মুশফিককে হারাতে পারি।

বাংলাদেশ দলে সবচেয়ে বেশি পুশ আপ কে দিতে পারবেন?

সাকিব আল হাসান: আমার মনে হয় শান্ত (নাজমুল হোসেন)।

কোথায় সবচেয়ে ভাল রান্না করা মাছের পদ খেতে পান? ইংল্যান্ড, ক্যারিবিয়ান নাকি মাগুরা?

সাকিব আল হাসান: মাগুরা।

বলিউড ট্রিভিয়া কুইজ হলে কেকেআর দলে কে জিতবেন?

সাকিব আল হাসান: আমার মনে হয়, দিনেশ কার্তিক।

আন্দ্রে রাসেল নাকি সুনীল নারাইন, কে বেশি ফ্যাশনেবল?

সাকিব আল হাসান: দু’জনেই বেশ ফ্যাশনেবল। তবে আমার মনে হয়, আন্দ্রেই বেশি।

ক্রিকেট নিয়ে কাদের সঙ্গে কথা বলতে ভালোবাসেন?

সাকিব আল হাসান: আমার দুই কোচ সালাহউদ্দীন স্যার (মোহাম্মদ সালাহউদ্দীন), ও ফাহিম স্যার (নাজমুল আবেদিন ফাহিম)। 

হোটেল রুমে কোয়ারেন্টাইনে থাকলে কোন জিনিষটা থাকতেই হবে?

সাকিব আল হাসান: ইন্টারনেট।

কোন মাঠে ছক্কা মারা কঠিন?

সাকিব আল হাসান: মেলবোর্ন, কারণ সেখানকার মাঠটা অনেক বড়।

দিনেশ কার্তিক নাকি মুশফিকুর রহিম, উইকেট কিপার হিসেবে কে বেশি কথা বলে?

সাকিব আল হাসান: দিনেশ কার্তিক।

যদি কোনো বোলার আপনাকে রান নেওয়ার সময় কাঁধ দিয়ে ধাক্কা দেন, তাহলে কী করবেন?

সাকিব আল হাসান: তার দিকে তাকিয়ে একটা হাসি দেবো।

আপনি একটা বিশ্বকাপ ফাইনালে খেলছেন। আর তার ফলাফল নির্ধারিত হবে একটা পেনাল্টিতে। কোন সতীর্থকে সে পেনাল্টিটা নিতে দেবেন?

সাকিব আল হাসান: কেকেআর সতীর্থদের সঙ্গে খুব একটা খেলিনি। তবে আমি মনে করি অইন মরগান এক্ষেত্রে ভালো করবে। কারণ সে ইংলিশ আর সে নিয়মিত ফুটবল খেলে।

স্ত্রীর সঙ্গে সিনেমা দেখতে বসেছেন, আর সিনেমাটা ঠিক করবেন আপনি। কোন ঘরাণার সিনেমা হবে সেটা?

সাকিব আল হাসান: সুপারহিরো সিনেমা।

কোন সতীর্থ তাদের ওয়ার্কআউট রুটিন নিয়ে কথা বলতে বেশি ভালোবাসে?

সাকিব আল হাসান: বাংলাদেশে মুশফিকুর রহিম।

আন্দ্রে রাসেল ও আপনার মধ্যে রেসলিং ম্যাচে কে জিতবে?

সাকিব আল হাসান: যে কোনো সময় আন্দ্রে রাসেল।

বিকেএসপিতে কে বেশি দুষ্টু ছিল? আপনি নাকি মুশফিক?

সাকিব আল হাসান: আমি।

কোন অ-ক্রিকেটীয় স্পোর্টিং ইভেন্টের টিকিট কেটে খেলা দেখতে চাইবেন আপনি?

সাকিব আল হাসান: ফুটবল। যে কোনো ফাইনাল যেখানে বার্সেলোনা বা আর্জেন্টিনা থাকে।

শেষ এক মাসে ফোনে কোন গানটা সবচেয়ে বেশি বাজিয়েছেন?

সাকিব আল হাসান: নির্দিষ্ট কোনো গান তো নেই। হ্যাঁ একটা আছে, অ্যাট মাই ওয়ার্স্ট, যদিও আমি শিল্পীর নাম জানি না।

যদি আপনাকে একটা সুপার পাওয়ার বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, কোনটা পেতে চাইবেন?

সাকিব আল হাসান: যে কোনো শক্তি যার দ্বারা এই বিশ্ব থেকে করোনাভাইরাসটাকে বিদায় করতে পারে।