আগের ম্যাচে ঢাকা আবাহনীর বিরুদ্ধে ড্র করেছিল বাংলাদেশ পুলিশ। আজ (মঙ্গলবার) শিরোপা প্রত্যাশী বসুন্ধরা কিংসকে প্রথমার্ধে গোলশূন্য রেখেছিল। দ্বিতীয়ার্ধে অবশ্য কিংসকে আর গোল বঞ্চিত রাখতে পারেননি পাকির আলীর শিষ্যরা। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের দল ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। 

আর্জেন্টাইন ফুটবলার রাউল বেসেরাকে ছাড়াই আজ দল সাজিয়েছিলেন অস্কার। ১৬ মিনিটে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল কিংস। পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান রবসন গোল করতে ব্যর্থ হন। পুলিশ রক্ষণাত্মক খেলে কিংসকে আটকে রেখেছিল। দ্বিতীয়ার্ধে দুই দেশি কিংসকে জেতান। 

৫৮ মিনিটে বক্সের সামনে থেকে চীপ করেন রবসন। সেই বলে হেড করেন দেশি ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক তপু বর্মণ। ব্রাজিলিয়ান জোনাথনের কর্নার থেকে হেডে গোল করেন তপু। ৮৬ মিনিটে বক্সের উপর থেকে ফ্রি কিক পায় পুলিশ। আইভেরিয়ান ফরোয়ার্ড টোরে বক্সের উপর থেকে নেওয়া শট সাইড পোস্টে লেগে ফেরত আসে। 

১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কিংস। সমান ম্যাচে পুলিশের পয়েন্ট ১৩। 

এজেড/এমএইচ