প্রথমে নিলাম থেকে সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। পরে সব শঙ্কা কাটিয়ে নিজেদের প্রথম ম্যাচে তাকে একাদশেও নেয় দলটি। মৌসুমের প্রথম তিন ম্যাচে তাকে দলে রাখে কেকেআর। 

যদিও এরপর একাদশ থেকে বাদ পড়েন সাকিব। করোনায় আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় আর কলকাতা একাদশে ফেরা হয়নি সাকিবের। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে ফিরেছেন দেশসেরা এই ক্রিকেটার। 

তার দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা সাকিবকে ভালো থাকার শুভকামনা জানিয়েছে। সঙ্গে লিখেছে, ‘শিগগিরই দেখা হবে’।

কেকেআর লিখেছে, ‘ধন্যবাদ সাকিব আল হাসান। জেনে খুশি হয়েছি তুমি আহমেদাবাদ থেকে ঢাকায় সঙ্গী মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভালোভাবে পৌঁছেছো। নিরাপদে থেকো, শীঘ্রই দেখা হবে- ভাল থেকো।’

এবারের আইপিএলে কলকাতার হয়ে তিন ম্যাচ খেলে ১২.৬৬ গড় ও ৯৭.৪৩ স্ট্রাইক রেটে ৩৮ রান করেছেন সাকিব। ওভার প্রতি ৮.১০ গড়ে রান দিয়ে দুই উইকেট নিয়েছেন তিনি।

এমএইচ/এটি