ভারতের করোনা পরিস্থিতি দিন দিনই ভয়াবহ হচ্ছে। প্রায় প্রতিদিনই ভাঙছে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। দেশের মতো পশ্চিমবঙ্গের অবস্থাও খুব একটা ভালো না। দৈনিক প্রায় ১৮ হাজার লোক আক্রান্ত হচ্ছেন রাজ্যটিতে। করোনা মোকাবেলায় রাজ্য তহবিলে সহায়তার আহবান করা হচ্ছে। তাতে সাড়া দিয়েই এবারের আইপিএলে ধারাভাষ্য দিয়ে পাওয়া সব অর্থ দান করার ঘোষণা দিয়েছেন সাবেক কলকাতা নাইট রাইডার্স ব্যাটার লক্ষ্মীরতন শুক্লা।

ইতোমধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি। সদ্য তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন করোনা মোকাবেলায় রাজ্যের তহবিলে যথাসাধ্য সহায়তা করার জন্য। এই উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের দুটি অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে।

নিজের ৪০তম জন্মদিনে মুখ্যমন্ত্রীর এই আবেদনে সাড়া দিয়ে অনুদান দিতে এগিয়ে এসেছেন বাংলার ও ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। নিজের জন্মদিনে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্য দিয়ে আয় করা সব অর্থ দান করার ঘোষণা দিয়েছেন তিনি।

টুইট করে তিনি জানিয়েছেন, সদ্য স্থগিত হওয়া আইপিএল থেকে ধারাভাষ্যকার হিসেবে তিনি যা রোজগার করেছেন, তার পুরোটাই তিনি মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করছেন। উদ্দেশ্য একটাই রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে সহায়তা করা।

এমএইচ/এনইউ