চেলসির বিপক্ষে হেরে থেমেছে এবারের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের পথচলা। দুই লেগ মিলিয়ে তারা হেরেছে ৩-১ ব্যবধানে। বুধবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল কোচ জিনেদিন জিদানের কৌশল নিয়ে সমালোচনা হয়েছে বেশ। এবার উঠেছে তার রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার গুঞ্জন।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, চলতি মৌসুম শেষেই কোচের পদ থেকে বরখাস্ত হতে পারেন রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ। মৌসুম শেষেই ক্লাবে বেশ কিছু সংস্কারের ইচ্ছের কথা প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছিলেন আগেই। ওই সংস্কারের অংশ হিসেবেই রিয়াল কোচের দায়িত্ব থেকে জিদানকে সরিয়ে দেওয়া হবে বলে জানাচ্ছে মার্কা। 

তারা জানিয়েছে, রিয়ালে তার স্থলাভিষিক্ত হতে পারেন কাস্তিয়ার কোচ রাউল গঞ্জালেস। এছাড়াও রিয়ালের পরিকল্পনায় আরও দুই হাই প্রোপাইল কোচ আছে বলে জানিয়েছে মার্কা। তারা হলেন মেসেমিলিয়ানো অ্যালেগ্রি ও জার্মানিকে বিশ্বকাপ জেতানো জোয়াকিম লো। 

কোচ বদল ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে রিয়াল। তার মধ্যে অন্যতম যেসব খেলোয়াড়রা লোনে আছেন, তাদের ফিরিয়ে আনা। সার্জিও রামোস, লুকাজ ভাস্কোয়েজের সঙ্গে নতুন চুক্তি করবে কি না। মার্সেলো, ইস্কো, হ্যাজার্ডের মতো খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নিতে যাচ্ছে রিয়াল। এছাড়াও এমবাপ্পের মতো বড় সাইনিংয়ের চিন্তাও আছে ক্লাবটির।

এমএইচ