করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তা থাকলেও চলতি বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি রয়েছে। কুড়ি ওভারের ফরম্যাটের এই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ থেকে একটি ম্যাচ কম খেলবে বাবর আজমরা। তার পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজের সূচিতে যোগ হয়েছে বাড়তি ম্যাচ।

আগামী জুলাই-আগস্টে ক্যারিবীয় সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এই সফরে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল তদের। তবে সাদা পোশাকের একটি ম্যাচ কমিয়ে দুটি টি-টোয়েন্টি বাড়িয়ে নিয়েছে পাকিস্তান। যদিও এটি দুই বোর্ডের সম্মতির মাধ্যমে হয়েছে বলে জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

বিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, ‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে উইন্ডিজ বোর্ডের সঙ্গে আমাদের আলোচনার হয়েছে। দুই পক্ষ সম্মত হয়েছে টেস্ট একটি কমিয়ে টি-টোয়েন্টি দুটি বাড়িয়ে নেওয়ার। এতে আইসিসির এই বৈশ্বিক প্রতিযোগিতার জন্য নিজের প্রস্তুত করে তুলতে দুই দলেরই আরও বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ হবে।’

আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি রয়েছে। এবারের মেগা আসর বসার কথা ভারতে। তবে দেশটির বর্তমান করোনা পরিস্থিতি উদ্বেগজন। এমন পরিস্থিতিতে খোদ আয়োজক ভারতও নিজ দেশে টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কা তৈরির কথা জানিয়েছে। তবে দ্বিতীয় বা অন্য কোনো দেশে হলেও বিশ্বকাপের আসর যথাসময়ে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে বিসিসিআই।

টিআইএস/এটি