লিগ শিরোপা নিশ্চিত হওয়ায় ম্যাচের আগে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটিকে গার্ড অব অনার দেয় নিউক্যাসেল ইউনাইটেড। তবে মাঠের লড়াইয়ে ছেড়ে কথা বলেনি তারা। পাল্টা আক্রমণ নির্ভর ফুটবলে পেপ গার্দিওলার দলের বিপক্ষে দারুণ উত্তাপ তৈরি করেছিল নিউক্যাসেল। কিন্তু ফেরান তোরেসের হ্যাটট্রিকে লিগে প্রতিপক্ষের মাঠে টানা দ্বাদশ জয় তুলে রেকর্ড গড়ে সিটি।

ম্যাচের ২৫তম মিনিটে এমিল ক্রাফতের গোলে এগিয়ে যায় নিউক্যাসেল। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি লিগ চ্যাম্পিয়নরা। ৩৯ মিনিটের মাথায় ম্যানসিটির হয়ে গোলের দেখা পান জোয়াও কানসালো। খানিক পরেই ১-২ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ৩ মিনিট পর ম্যাচে নিজের প্রথম গোলের দেখা পান তোরেস।

পাল্টা আক্রমণে মাঝেমধ্যেই ভীতি ছড়ানো নিউক্যাসল সমতা টানে বিরতির আগে। জোলিনটন ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টিটি পায় তারা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২-২ সমতায় বিরতিতে যায় দুদল।

বল দখলের লড়াইয়ে সিটি এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ফিরে লিড পায় নিউক্যাসেল। ৬২ মিনিটে জোসেফ উইলক গোল করে এগিয়ে নেন দলকে। তবে পরের চার মিনিটে আরও দুটি গোল করেন তিনি। বাকি সময় অবশ্য আর কোনে গোল হয়নি। তাতে ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন সিটি।

এই জয় দিয়ে লিগে প্রতিপক্ষের মাঠে টানা দ্বাদশ জয় তুলে নতুন রেকর্ড গড়ে ম্যানসিটি। অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের আগের রেকর্ডটি ২০০৮ সালে প্রথম গড়েছিল চেলসি।

টিআইএস