বাংলাদেশে প্রথম পরীক্ষায় স্বস্তি শ্রীলঙ্কার
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গতকাল (রোববার) বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ঢাকায় পা রেখেই রাজধানীর কারওয়ান বাজারের একটি পাঁচতারকা হোটেলে উঠেছে তারা। সেখানে তিনদিনের কঠোর কোয়ারেন্টাইন লঙ্কানদের। এই তিন দিনে দুবার করোনা পরীক্ষা হবে সফরকারীদের। এই পরীক্ষার ফল নেগেটিভ এলে অনুশীলনের সুযোগ মিলবে।
রোববার হোটেলে উঠেই প্রথম করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন কুশল পেরেরারা। পরীক্ষার ফলে স্বস্তির খবর মিলেছে। ৩১ সদস্যের দলের সবার ফল নেগেটিভ এসেছে। আগামীকাল (১৮ মে) দ্বিতীয় করোনা পরীক্ষা লঙ্কানদের। এই পরীক্ষার ফল নেগেটিভ আসলে ১৯ তারিখ কোয়ারেন্টাইন মুক্ত হয়ে অনুশীলনের সুযোগ পাবে সফরকারী দল।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘গতকাল শ্রীলঙ্কা দলের প্রত্যেকের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছিল। আমরা রাতেই ফল হাতে পেয়েছি। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, টিম ম্যানেজমেন্ট সহ ৩১ জনের সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আগামীকাল দ্বিতীয় পরীক্ষা করা হবে।’
দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামী ২৩ তারিখ। দ্বিতীয় ম্যাচটি ২৫ মে এবং শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৮ মে। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিজ্ঞাপন
টিআইএস