মেসিদের হতাশার রাতে শিরোপা উৎসব বার্সার মেয়েদের
চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বিদায় নিয়েছেন লিওনেল মেসিরা। প্রতিযোগিতার এবারের আসরে বার্সার ছেলেদের দৌড় থেমেছে শেষ ষোলোতে। লিগ শিরোপাও জলাঞ্জলি গেছে রোববার (১৬ মে) রাতে। ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে ২-১ ব্যবধানে হেরে লা লিগার এবারের আসর শেষ হয়েছে রোনাল্ড কোম্যানের দলের। মেসিরা যে রাতে হতাশায় পুড়েছেন, একই রাতে চেলসি নারী দলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে উইমেন্স চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে বার্সার মেয়েরা।
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরো সেরার ট্রফি ঘরে তোলে বার্সা নারী দল। এতে উইমেন্স চ্যাম্পিয়নস লিগে একক আধিপত্য ভাঙে ফরাসি ক্লাব লিওঁর। সর্বশেষ পাঁচ মৌসুমে টানা শিরোপা জেতা-সহ সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন তারা। এর আগে একবারই ফাইনালে খেলেছিল বার্সার মেয়েরা। ২০১৯ সালে লিওঁর কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরেছিল তারা।
বিজ্ঞাপন
— UEFA Women’s Champions League (@UWCL) May 16, 2021
এদিন ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় বার্সা। আত্মঘাতী গোল করে বসেন চেলসির জার্মান মিডফিল্ডার মেলানি লিওপোলজ। এরপর বিরতির আগে ১৪ , ২১ ও ৩৬ মিনিটে চেলসির জালে আরও তিন গোল দেয় স্পেনের প্রথম দল হিসেবে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলটি। প্রমার্ধের নিষ্প্রভ ফুটবলের পর দ্বিতীয়ার্ধে ভালোই খেলে চেলসি। কিন্তু বার্সেলোনার জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে ৪-০ গোলের ব্যবধানে জয় তুলে শিরোপা উৎসবে মাতে বার্সার নারী দল।
টিআইএস
বিজ্ঞাপন