বাংলাদেশের দুশ্চিন্তার নাম হাসারাঙ্গা
বাংলাদেশ দলে একজন লেগ স্পিনারের আকাল দীর্ঘদিনের। ঘরোয়া ক্রিকেটে কয়েকজন লেগ স্পিনার থাকলেও তাদের ম্যাচ খেলানোয় অনীহা আছে ম্যানেজম্যান্টের। বলা যায়, লেগ স্পিন ছাড়াই বেড়ে উঠছে বাংলাদেশ ক্রিকেট। প্রতিপক্ষের আতঙ্ক তৈরিতে নয়, ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনার না থাকায় কব্জি বোলারদের সামলাতে হিমশিত খেতে হয় টাইগার ব্যাটসম্যানদের। শ্রীলঙ্কা দলেও একজন লেগ স্পিনার আছেন, সেই ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে স্বাগতিকরা।
বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট হিসেবে আছেন শ্রীনিবাস চন্দ্রশেখরন। মূলত বাংলাদেশ দলের ক্রিকেটারদের শক্তি আর দুর্বলতার জায়গা ধরিয়ে দেন তিনি। পাশাপাশি প্রতিপক্ষের শক্তি আর দুর্বলতাও জানা আছে তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কাজ করতে বিসিবির থেকে ছুটি নিয়েছিলেন শ্রীনিবাস। আইপিএল স্থগিত হলেও সীমান্ত বন্ধ থাকা আর কোয়ারেন্টাইন প্রক্রিয়ার কারণে বাংলাদেশে ফিরতে পারেননি তিনি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে দলের সঙ্গে থাকছেন না।
বিজ্ঞাপন
সশরীরে উপস্থিত না থাকলেও ভারত থেকে কাজ করছেন তিনি। সম্প্রতি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপকালে শ্রীনিবাস জানিয়েছেন, লঙ্কান লেগ স্পিনার হাসারাঙ্গাকে স্বাগতিক ব্যাটসম্যানদের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।
শ্রীনিবাস বলেন, ‘অবশ্যই সে হুমকি। হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা ও রাশিদ খান অনেকটা একই ধরণের আর এভাবেই লেগ স্পিনাররা এখন গুগলি দিচ্ছে।’
বিজ্ঞাপন
হাসারাঙ্গাকে সামলানোর কৌশলও বের করেছেন শ্রীনিবাস। এজন্য টাইগার ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন তিনি। হাসারাঙ্গাকে আটকাতে পারলে দলীয় স্কোর বোর্ডে বড় রান তোলা সম্ভব বলে মনে করছেন শ্রীনিবাস।
শ্রীনিবাস বলেন, ‘আমরা তাকে অবশ্যই গুরুত্বের সাথে নিচ্ছি কারণ ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে তার গুগলি সেরা, সে অনেক উইকেট নিয়েছে এভাবে। আমরা যদি এই সিরিজে তাকে উইকেট না দিই তবে স্কোরবোর্ডে ভালো সংগ্রহ পাবো।’
সঙ্গে যোগ করেন, ‘আপনি যদি হাত থেকেই বুঝতে না পারেন তবে বল ঘোরার পর বোঝার চেষ্টা করুন। আর যদি তখনও বুঝতে না পারেন তবে গুগলি বোলার হিসেবেই খেলুন। আর এতে আপনি আউট হওয়ার জন্য ডানহাতি ব্যাটসম্যান হিসেবে দুটো সমীকরণ পাচ্ছেন।’
টিআইএস/এটি