আল্লাহর ওপর ছেড়ে দিলাম : মুস্তাফিজ
শ্রীলঙ্কার বিপক্ষে কয়েক দিন আগেই টেস্ট সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। এবার তাদের সঙ্গে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। এই সিরিজে তুলনামূলক তরুণ দল নিয়ে এসেছে লঙ্কানরা। তবে যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসবে, তাদের কাউকেই ছোট করে দেখতে চান না বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান।
আইপিএল খেলে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে মঙ্গলবার জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন এই পেসার। বুধবার অনুশীলন শেষে তিনি বলেন, ‘এখন যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসবে তারা কেউ ছোট না। আমার মনে হয় আমরা দুই দল সমান।’
বিজ্ঞাপন
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতিয়েছেন মুস্তাফিজ। দলটির হয়ে বেশ ভালো পারফর্ম করেন তিনি। ৭ ম্যাচ খেলে নেন ৮ উইকেট। দেশে ফিরে ১৪দিন কোয়ারেন্টাইন ও ভারতে আইপিএল শেষে সপ্তাহখানেক অবস্থান। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি কেমন?
মুস্তাফিজ বলেন, ‘আমি আইপিএলে থাকাকালীন আইপিএল আর আমাদের দেশে রুম কোয়ারেন্টাইনের মধ্যে ২৫ দিনে একদিন অনুশীলন আর একটা ম্যাচ খেলেছি। এখন জানি না, আমি আর সাকিব ভাই দুজনেই ওরকম ছিলাম। তিন দিনে কালকে তো অনুশীলন করতে পারি নাই, আজকে করলাম। আরও দুই দিন সময় পাব। আল্লাহর ওপরে ছেড়ে দিলাম। দেখি চেষ্টা করে কি হয়।’
এমএইচ/এটি
বিজ্ঞাপন