ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সরব হয়ে উঠছে ক্রীড়া বিশ্ব। যেখানে বাদ থাকছে না বাংলাদেশও। একদিন আগেই গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার শিকার হওয়া ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এবার দুই ক্রিকেটার আরাফাত সানি ও সাব্বির রহমানও প্রতিবাদে সরব। সঙ্গে তারকা অ্যারচার রোমান সানাও জানালেন সংহতি। 

ক্রিকেটার সাব্বির জাতীয় দলে জায়গা হারালেও লড়ে যাচ্ছেন। জায়গা ফিরে পেতে পরিশ্রম করে যাচ্ছেন এই ব্যাটসম্যান। এবার তিনি ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন। বুধবার ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এ সেভ প্যালেস্টাইন লেখা একটি ছবি পোস্ট করেন। সঙ্গে সাব্বির লিখেছেন, ‘আমি, সাব্বির রহমান, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে দাঁড়াচ্ছি।’ 

এই তারকা ক্রিকেটারের পোস্ট শেয়ার করলেন জাতীয় দলের আরেক সাবেক খেলোয়াড় আরাফাত সানি। এই স্পিনার পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘এটা দেখে ভাল লাগছে আমাদের ক্রিকেটাররা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন।’ 

নিযাতিত ফিলিস্তিনিদের পাশে আছেন রোমান সানা। যিনি এখন রয়েছেন সুইজারল্যান্ড সফরে। এই তিরন্দাজ ফেসবুকে নিজের প্রোফাইলে লিখলেন, ‘আসসালামুআলাইকুম... হ্যাশট্যাগ কেন দেবো? কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে যেন বলতে পারি জীবন দিতে পারি নাই কিন্তু মজলুম ভাইদের পাশে থেকে ইসলামের পক্ষে ছিলাম!’ সঙ্গে সেভ প্যালেস্টাইন, সেভ আকসা, সেভ মুসলিম ছাড়াও একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনি। শেষে লেখেন, ‘আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করুক, আমিন!’

তারও আগে ইসরায়েলি হামলার বিরুদ্ধে ভার্চুয়াল প্রতিবাদ জানিয়েছিলেন বিভিন্ন দেশের ফুটবলাররা। লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ, সাদিও মানে, ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজ, আর্সেনালের মোহামেদ এলনিনিসহ আরও অনেকে প্রতিক্রিয়া জানান। বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী তার লেস্টার সিটি সতীর্থ ওয়েসলি ফোফানাকে সঙ্গে নিয়ে এফএ কাপ জয়ের উদযাপনে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে সংহতি জানিয়েছিলেন ফিলিস্তিনিদের প্রতি। 

গণমাধ্যম জানাচ্ছে এক সপ্তাহর বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় দুইশর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যার মধ্যে ৬২ জনই শিশু। ঘরবাড়ি হারিয়েছেন ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক।

এটি/এনইউ