প্রয়াত শামসুল বারী/ফাইল ছবি

মঙ্গলবার ভোরে চিরনিদ্রায় চলে গেছেন বাংলাদেশ হকির অন্যতম দিকপাল শামসুল বারী। হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। এবার শোকার্ত এশিয়ান হকি ফেডারেশনও এ কীর্তিমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নিজেদের ওয়েবসাইটে।

এশিয়ান হকি ফেডারেশনের আজীবন সদস্য ও সাবেক কার্যনির্বাহী বোর্ড সদস্যও ছিলেন তিনি। এশিয়ান হকির সভাপতি দাতো ফুমিও অগুরা বলেছেন, ‘জনাব বারী বাংলাদেশ হকির জন্য অমূল্য ছিলেন। আর এশিয়ান হকির জন্য তিনি ছিলেন ভ্রাতৃপ্রতিম একজন। তার শূন্যতা খুব বাজেভাবে অনুভব করব আমরা।’

এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী দাতো তায়াব ইকরাম বলেন, ‘বারীর মৃত্যুর খবর শুনে খুবই দুঃখ পেয়েছি। এশিয়ান হকি পরিবারের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। আমাদের হৃদয়ে তার অবস্থান সবসময়ই থাকবে। আমার প্রার্থনা ও শুভকামনা সবসময় তার পরিবারের পাশে আছে।’

সদ্যপ্রয়াত বারী ১৮ বছর হকির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সহ-সভাপতি ছিলেন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবেরও। বেশ কয়েক বছর যাবত শারীরিকভাবে অসুস্থ থাকার পর জীবনযুদ্ধে হার মানেন শামসুল বারী। বর্ষীয়ান এই ক্রীড়া সংগঠকের প্রয়াণে হকি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এনইউ/এটি