ভারতের ক্রিকেটারদের শোকের মিছিল যেন থামছে না। এবার বাবা হারিয়েছেন দেশটির তারকা পেসার ভুবনেশ্বর কুমার। বৃহস্পতিবার তার বাবা কিরণ পাল সিংহ ক্যানসার আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সে মারা গেছেন। যকৃতে ক্যানসার হয়েছিল তার।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে কিরণ পাল সিংহের ক্যানসার ধরা পড়েছিল। ওই বছর আইপিএল চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদ শিবির ছেড়ে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে এসেছিলেন ভুবনেশ্বর। তখন কারণ ব্যক্তিগত বললেও ধারনা করা হচ্ছে, বাবার পাশে থাকতেই ফিরে এসেছিলেন তিনি। 

নয়াদিল্লির এইমসে কেমোথেরাপি চলছিল ভুবনেশ্বর কুমারের বাবার। তার আগে ইংল্যান্ডের কয়েকজন নামী চিকিৎসকের থেকে পরামর্শও নেওয়া হয়েছিল বলে জানা গেছে। দুই সপ্তাহ আগে কিরণ পাল সিংহের শারীরিক অবস্থার অবনতি হয়। তারপরই উত্তরপ্রদেশের মেরঠে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 

মঙ্গলবারই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তার দুদিনের ভেতর মারা গেলেন কিরণ। উত্তরপ্রদেশ পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন ভুবনেশ্বরের বাবা।

এমএইচ