মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। আজ রোববার চলমান এই ম্যাচের সবশেষ খবর জানাচ্ছে ঢাকা পোস্ট

দশ ম্যাচ পর জিতল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করার পরের দশ ম্যাচে আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অবশেষে কাঙ্ক্ষিত সেই জয়ের দেখা পেল বাংলাদেশ। তিন ফিফটির পর মেহেদি হাসান মিরাজ ঘূর্ণিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারীদের ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

মিরাজের ঘূর্ণিতে জয়ের পথে

বাংলাদেশ লক্ষ্যটা খুব বেশি বড় দিতে পারেনি বাংলাদেশ। তবে শুরু থেকেই শ্রীলঙ্কাকে চেপে ধরে টাইগার বোলাররা। স্কোরকার্ডে সফরকারীরা ১০০ রান যোগ করার আগেই তুলে নেয় পাঁচ উইকেট। যার মধ্যে একাই তিন উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। পরে লঙ্কানদের ষষ্ঠ উইকেটও নিয়েছেন তিনি। ১০২ রানে ছয় উইকেট হারানো লঙ্কানদের বিপক্ষে জয়ের পথে আছে বাংলাদেশ। সফরকারীদের জয়ের জন্য এখনো দরকার ১৫৬ রান।

মেন্ডিসকে ফেরালেন সাকিব

বেশ বিপাকেই পড়ে যাচ্ছিল বাংলাদেশ। উইকেটের দেখা মিলছিল না ১০ ওভার। মিরাজ-মুস্তাফিজ যেখানে ব্যর্থ, সেখানেই স্বস্তি এনে দিলেন সাকিব আল হাসান। তার স্পিনে ফিরলেন কুশল মেন্ডিস। লঙ্কান অধিনায়ক ফেরেন ২৪ রানে।

শ্রীলঙ্কা : ১৯ ওভারে ৮৫/৩

মিরাজ এনে দিলেন প্রথম সাফল্য

লক্ষ্যটা খুব বেশি বড় দিতে পারেনি বাংলাদেশ। তাই প্রয়োজন ছিল শুরুতেই তাদের একটি উইকেট তুলে নেওয়া। সেই কাজটি করেছেন মেহেদি হাসান মিরাজ। ৫ চারে ১৯ বলে ২১ রান করা ধানুস্কা গুণাতিলাকাকে আউট করেছেন তিনি। এরপর উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। ১৩ বলে ৮ রান করা পাথুম নিশানকাকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। 

 

তিন ফিফটি বাংলাদেশের লড়াকু রান

তিন সিনিয়র ক্রিকেটারের ফিফটিতে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ৫০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ২৫৭ রান।

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে মুশফিক

করোনার পর মুশফিকের ব্যাটে দেখা যায়নি বড় ইনিংস। ওই সম্ভাবনাটা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালোভাবেই জাগিয়েছিলেন তিন। ফিফটির পর ছিলেন সেঞ্চুরির পথেও। কিন্তু সেটা আর পাওয়া হলো না। ৪ চার ও ১ ছক্কায় ৮৭ বলে ৮৪ রানে সাজঘরে ফেরত গেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। লাকসান সান্দাকানের বলে ক্যাচ তুলে দিয়েছেন ইসুরু উদানার হাতে। ২০৮ রানে পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

তামিমের পর মুশফিকের ফিফটি

ফর্মটা ভালো যাচ্ছিলো না অনেক দিন থেকেই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে এসেছিলেন সাকিব ও লিটন ফিরে যাওয়ার পর। ক্রিজে এসে দেখেছেন ফিফটি করেই তামিমের ফিরে যাওয়া। এবার মুশফিকুর রহিম ফিফটি তুলে নিয়েছেন নিজেও, আছেন অপরাজিত। 

ফিরলেন তামিম

শুরুতেই হারিয়েছিলেন ইনিংসে উদ্বোধনের সঙ্গী লিটন দাসকে। এরপর সাজঘরে ফেরেন সাকিব আল হাসানও। কিন্তু ঠিক পথে থেকে ফিফটিটা তামিম ইকবাল তুলেছিলেন স্বাচ্ছন্দ্যেই। ক্যারিয়ারের ৫১তম হাফ সেঞ্চুরি তুলে দ্রুতই আউট হয়ে গেছেন তিনি। ধনাঞ্জয়া ডি সিলভার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছিলেন, পরে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৬ চার ও ১ ছক্কায় ৭০ বলে ৫২ রান করে আউট হয়েছেন তিনি।

ফিরলেন সাকিবও

অপর পাশে তামিম যখন দারুণ গতিতে রান তুলে যাচ্ছেন, সাকিব অপর পাশে ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে। কিন্তু হঠাৎই যেন তাতে ছেদ পড়ল। ধানুষ্কা গুনাথিলাকার অফ স্ট্যাম্পের বাইরে ফেলা নিচু ও স্বাভাবিকের চেয়ে ধীরগতির বলটাকে তুলে মারতে চেয়েছিলেন বোলারের মাথার ওপর দিয়ে। টাইমিংয়ে গড়বড় হয়ে তা গেল মিড অনে থাকা নিশাঙ্কার হাতে। ৩৪ বলে ১৫ রান করে ফেরেন সাকিব।

বাংলাদেশ ৪৩-২

শুরুতেই লিটনের বিদায়

দুশমন্থ চামিরা বল করলেন অফ স্ট্যাম্পের অনেক বাইরে। তাতে লিটন গা থেকে অনেক বাইরে ব্যাট চালালেন, বলের লাইনে না গিয়েই। ব্যাটে বলে তো হলোই না, উল্টো ক্যাচ গেল প্রথম স্লিপে। ইনিংসের শুরুতেই ধাক্কা বাংলাদেশ শিবিরে। রানের খাতা খোলার আগেই ফিরলেন লিটন।

বাংলাদেশ ৫-১ 

সেই উদানাকে নিয়েই লঙ্কানরা মাঠে

সাত সকালে যতো নাটকীয়তা দেখল বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ, তার কারণ ছিলেন ইসুরু উদানা। করোনা পজিটিভ হওয়ার খবর ছড়িয়েছিল তার। পরে অবশ্য নেগেটিভই এসেছে তার ফলাফল। ফলে প্রথম ওয়ানডে দলে তাকে রেখেই মাঠে নামছে লঙ্কানরা।

শ্রীলঙ্কা একাদশ

দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডে ভাগ্যটা সঙ্গ দেয়নি। তবে বাংলাদেশে পা রাখতেই যেন ভাগ্য খুলল অধিনায়ক তামিমের। জিতলেন টসে। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

সৌম্যকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ

প্রথম ওয়ানডে দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। তাকে ছাড়াই সিরিজের শুরুতে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ 

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, সাইফ উদ্দীন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

সিরিজ জয়ের হাতছানি

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বরাবরই শক্তিশালী এক দল। আর দেশের মাঠে তো ৫০ ওভারের ক্রিকেটে দল দুর্দান্ত ছন্দে। এবার নতুন চেহারার শ্রীলঙ্কার মুখোমুখি পূর্ণ শক্তির বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টানা তিন জয়ে আইসিসি ওয়ার্ল্ডকাপ সুপার লিগে যাত্রা টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ধাক্কা সামলে উঠার দারুণ সুযোগ তামিম ইকবালদের। রোববার (২৩ মে) বাংলাদেশ সময় দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দিবা-রাত্রির লড়াই। দলে ফিরেছেন সাকিব আল হাসান। নিশ্চিত করেই স্বস্তি দিচ্ছে তামিম ইকবালকে। আছেন অন্য সেরা তারকারাও। সব মিলিয়ে সিরিজ জয়ের হাতছানি নিয়েই আজ মাঠে টাইগাররা।

লক্ষ্য ৩০ পয়েন্ট

আইসিসি ওয়ার্ল্ডকাপ সুপার লিগের তিন ম্যাচ। প্রতি ম্যাচেই জয়ী দল পাবে ১০ পয়েন্ট। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে জিতে বাংলাদেশ এরইমধ্যে তুলেছে ৩০ পয়েন্ট। প্রতিপক্ষ শ্রীলঙ্কা স্বস্তিতে নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে হারিয়েছে ৩০ পয়েন্ট। ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে সুপার লিগের শীর্ষ ৮ দলের মধ্যে থাকা বাধ্যতামূলক। ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সমান ৪০ পয়েন্ট নিয়ে এরপরই পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। বাংলাদেশের সমান ৩০ পয়েন্ট নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। 

সাত সকালে করোনা-নাটকীয়তা

করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল শ্রীলঙ্কান দলের তিন সদস্যের শরীরে। আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ মাঠে গড়ানোর মোটে চার ঘণ্টা আগে রোববার এ খবরে রীতিমতো হুমকির মুখে পড়ে গিয়েছিল প্রথম ওয়ানডে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা নেই। আর যাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছিল, তার দুটোই ছিল ‘ভিত্তিহীন’। আর অন্যজনের ব্যাপারে ধারণা করা হচ্ছে তিনি ফলস পজিটিভ। ফলে সূচি অনুসারে ঠিক সময়েই মাঠে গড়াচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে।

এনইউ/এটি